বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে পলাতক আসামি গ্রেপ্তার
বিশ্বনাথে পলাতক আসামি গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ১৬ মাসের সাঁজা ও ১৪ লক্ষ ৭০ হাজার টাকার অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল মাখারগাঁও গ্রামের মৃত হাসান আলীর ছেলে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তাকে সিলেট শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এএসআই জামাল খানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সাঁজা ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সিলেট কতোয়ালী থানার মামলা নং সিআর ১৫৯২/১৭, বিশ্বনাথ থানার মামলা নং সিআর ৫৩/১৫, সিলেট কতোয়ালী থানার মামলা নং সিআর ১৫৯২/১৭। এরই মধ্যে দুটি মামলায় পৃথকভাবে আদালত গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ১৬ মাসের সাঁজা ও ১৪ লক্ষ ৭০ হাজার টাকার অর্থদন্ডপ্রাপ্ত প্রদান করেন। অপর মামলায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এরপর থেকে আসামি পলাতক ছিল।
সাঁজা-অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামীম মূসা বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।