শুক্রবার ● ৩০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ে চাঁদাবাজির কারণে বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন কাজ : বীর বাহাদুর
পাহাড়ে চাঁদাবাজির কারণে বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন কাজ : বীর বাহাদুর
বান্দরবান প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, চাঁদাবাজির কারণে পাহাড়ে সরকারী উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নানাভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং উন্নয়ন কাজ চলমান রাখতে সন্ত্রাসীদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সন্ত্রাসীদের কোনো জাত-ধর্ম এবং দলীয় পরিচয় নেই। সন্ত্রাসীরা দেশ এবং জাতীর শত্রু। সন্ত্রাস দমনে অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনার তথ্য উপাত্ত আইনশৃঙ্খলা বাহিনীদের দিন।
আজ শুক্রবার ৩০ আগস্ট দুপুরে রুমা উপজেলার উন্নয়ন কাজের উদ্বোধনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়ন কমিটির সদস্য হারুনুর রশিদ, রুমা সেনা জোনের মেজর মো: জুবায়ের, এলজিইডিথর নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমান, রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, উপজেলা নিবাহী অফিসার শামসুল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, ক্যসাপ্রু মারমা, মোজাম্মেল হক বাহাদুর ও ফিলিপ ত্রিপুরাথসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উন্নয়ন বোর্ডের প্রকৌশল বিভাগ সূত্রে জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে চারটি উন্নয়ন কাজ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৬ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে রুমা সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে রুমা উপজেলায় ৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে চারটি কাজের উদ্বোধন করা হয়েছে।
এছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫০ জন নারীকে বিনামুল্যে ৫০টি দুগ্ধ গাভী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, পার্বত্যাঞ্চলে প্রায় নয় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। পার্বত্যবাসীর ভাগ্য উন্নয়নে আরও অনেকগুলো প্রকল্প হাতে নেয়া হয়েছে।
লামায় পাহাড়ি ঝিরি থেকে গ্রাম পুলিশের লাশ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলার একটি পাহাড়ি ঝিরিতে থেকে চদই ম্রো (৪৭) নামের এক গ্রাম পুলিশের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি বড় কলারঝিরি থেকে লাশটি উদ্ধার করা হয়। চদই ম্রো পাশের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আদু কারবারী পাড়ার বাসিন্দা পাতবু ম্রোয়ের ছেলে।
সূত্রে জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে বড় কলারঝিরির পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড় কলারঝিরি এলাকার হেডম্যান পাড়া থেকে আলীকদমস্থ নিজ বাড়ী আদু কারবারী পাড়ায় ফেরার সময় ঝিরি পার হওয়ার সময় স্রোতের টানে ভেসে গিয়ে চদই মুম্রোয়ের মৃত্যু হয় বলে স্থানীয়দের ধারণা।
আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস রহমান বলেন, চদই মুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। ঘটনাটি খুবই দু:খ জনক।
গ্রাম পুলিশ চদই ম্রোয়ের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।