বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বান্দরবানে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান বাজারের এক নম্বর গলিতে অভিযান চালিয়ে ৫ শত পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি কে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতের নারী মাদক কারবারির নাম নুর নাহার (৪৫)।
গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) বান্দরবান শহরের বান্দরবান বাজারস্থ ১ নম্বর গলির নিউ বনফুল এর ভিতর থেকে এই নারী মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলা ডিবি পুলিশের একটি বিশেষ টিম বান্দরবান বাজারের ১ নম্বর গলির নিউ বনফুল নামে চায়ের দোকানের ভিতর থেকে নারী মাদক কারবারি নুর নাহারকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৫ শত পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা।
বান্দরবান ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এ,এইচ,এম তৌহিদ কবির জানান, আটকৃতের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী ৫শত পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বান্দরবানে ছেলের বৈঠার আঘাতে সাঙ্গু নদীতে বাবা নিখোঁজ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে সদর উপজেলার লাঙ্গিপাড়া এলাকায় সাঙ্গুতে এক প্রতিবন্ধী ছেলের নৌকার বৈঠার আঘাতে আব্দুল মাজেদ (৭০) নামে এক বৃদ্ধ পিতা নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার লাঙ্গিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবান সদর উপজেলার লাঙ্গিপাড়া এলাকার ওই প্রবীণ আব্দুল মাজেদের প্রতিবন্ধী ছেলে মোহাম্মদ জসিম (১৪) বিকেলে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে চলে যায়। তাকে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর বাবা আব্দুল মাজেদ নদীর ঘাটে ছেলেকে দেখতে পায়। ছেলেকে নিয়ে আসতে গেলে এসময় প্রতিবন্ধী ছেলেটি নৌকার বৈঠা দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধ আব্দুল মাজেদ সাঙ্গ নদীর পানিতে তলিয়ে যায়। এখনো পর্যন্ত ওই নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় লোকজন ও পুলিশ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সাঙ্গু নদীতে নদীতে তল্লাশি চালাচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম