বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় দূর্গা প্রতিমা ভাংচুর
শৈলকুপায় দূর্গা প্রতিমা ভাংচুর
ঝিনাইদহ প্রতিনিধি :: সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূঁজা। আর সেই পূজার বাকি রয়েছে মাত্র ২৮দিন। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। শুধু মাত্র রঙের কাজ হলেই সমাপ্ত হতো প্রতিমা তৈরীর কাজ। ঠিক সে সময়ে ঘটে গেল ঝিনাইদহের শৈলকুপায় কবিরপুর সার্বজনীন দূর্গামন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা। জানা গেছে বুধবার রাতে এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। প্রতিমা ভাংচুরের ঘটনায় বৃহস্পতিবার সকালে মন্দির পরিদর্শণ করেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশররফ হোসেন ও পৌর মেয়র কাজী আশরাফুল আজমসহ অন্যান্য নেতৃবৃন্দ। কবিরপুর দূূর্গা পূঁজা কমিটির সদস্য বিজয় সাহা জানান, শারদীয় দূর্গা পূঁজার বাকি রয়েছে মাত্র ২৮দিন। এরই মধ্যে বুধবার রাতে দূর্বত্তরা তাদের মন্দিরে ঢুকে প্রতিমার সকল মুর্তির হাত, আঙুলসহ বিভিন্ন জায়গার আংশিক ভাংচুর করে। এ ঘটনায় তারা কবিরপুর সার্বজনীন দূর্গা পূঁজা কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেছে। প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানান। বিষয়টি জানতে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমানের সাথে মোবাইল ফোনে বারংবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। এব্যাপার ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার শৈলকুপা (সার্কেল) এএসপি আরিফুল ইসলাম বলেন, কবিরপুর সার্বজনীন দূর্গা মন্দিরে গতকাল রাতে প্রতিমা ক্ষতিগ্রস্থ্য করে একদল দূর্বত্তরা। তিনি ঘটনাস্থল পরিনদর্শন করেছেন।
ঝিনাইদহে কমছে ডেঙ্গু রোগী
ঝিনাইদহ :: ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টার মধ্যে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলায় মোট ২৭৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। এখন ২০জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। বাকিদের সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এ জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা নিলে এ রোগ ভালো হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আয়ুব আলী জানান, ২৪ ঘণ্টায় মাত্র চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আগের চাইতে ডেঙ্গু রোগী কমতে শুরু করেছে। এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে বেডে জায়গা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। হাসপাতালের পরিবেশ অপরিষ্কার বলেও তাদের অভিযোগ।
ঝিনাইদহ জেলা বিএমএ’র কমিটি গঠন
ঝিনাইদহ :: বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে ডাঃ এবিএম সিদ্দিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে ডাঃ রাশেদ আল মামুন নির্বাচিত হয়েছে। ২৪ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি পদে ডাঃ নুরুন্নবি ও ডাঃ মুন্সি রেজা সেকেন্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, কোষাধ্যক্ষ ডাঃ সাজ্জাৎ হাসান, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমান উল্লাহ আল মামুন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ শাহীন ঢালী, দপ্তর সম্পাদক ডাঃ জাকির হোসেন, প্রচার ও গণসংযোগ সম্পাদক ডাঃ কাওসার হামিদ, সমাজ কল্যান সম্পাদক ডাঃ সাজ্জাদ রহীমি, সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডাঃ কাজী হামিদুন্নেছা পাখী, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডাঃ লিমন পারভেজ। নির্বাচন কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ নুরু উল্লাহ মোহাম্মদ। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন। নব নির্বাচিত এই কমিটির নেতৃবৃন্দকে ঝিনাইদহের নানা শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।