শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলা » রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহর সরকারী আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে (ঐতিহাসিক বালুচর খেলার মাঠ) শুরু হচ্ছে বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় আসরের শুভ উদ্বোধন। আজ ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে তিনটায় এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হবে। এবারের আসরে নক-আউট ভিত্তিক টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে।
বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় আসরের শুভ উদ্বোধন করবেন, মাননীয় সংসদ সদস্য ৭০, পাবনা-৩ ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। সভাপতিত্ব করবেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ হামিদ মাস্টার, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, সহকারী পুলিম সুপার সজীব শাহরিন, থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিকসহ বিশিষ্ট ব্যক্তিগণ।
স্বাগত বক্তব্য দেবেন, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাস্টারের মেঝ ছেলে মাইক্রোক্রেডিট রেগুলেটর অথরিটির পরিচালক নুরে আলম মেহেদী সঞ্জু।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন, ক্রীড়া অনুরাগী সাবেক পৌর মেয়র প্রফেসর আঃ মান্নান। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে চুয়াডাঙ্গা শুভ সকাল স্পোটিং ক্লাব ও ঈশ্বরদী বাঁশেরবাদা টিম এ-জার ফুটবল একাডেমি।
চাটমোহর খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে টুর্ণামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি সংসদ ও ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)।