শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পুলিশের অভিযানে আটক-৪
আত্রাইয়ে পুলিশের অভিযানে আটক-৪
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের অভিযানে ৪জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশ।
আটককৃতরা হলো, নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের আব্দুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও একই গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৫), পাবনা জেলার আমিনপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের রহমান সরদারের ছেলে রজিবুল ইসলাম (২৪), নাটোর জেলার সিংড়া উপজেলার মহিমাবাড়ি গ্রামের শাজাহান প্রামানিকের ছেলে মখলেছুর রহমান (২২)।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাইদার সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবন করার সময় তাদের ৮জনকে আটক করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়োন্ত্রণ আইনে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার সকালে তাদের সবাইকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আত্রাইয়ে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ভীমরুলের কামড়ে সাদাকাতুল জান্নাত সারমিলা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মধুগুড়নই গ্রামে।
নিহত সাদাকাতুল জান্নাত সারমিলা গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশু সাদাকাতুল জান্নাত সারমিলা উপজেলার মধুগুড়নই গ্রামের সাগর হোসেনের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিলো সে। খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পাশের একটি গাছে থাকা ভীমরুলের বাসায় লাঠি দিয়ে আঘাত করলে বাসা ভেঙে ভীমরলগুলো তাকে কামড়াতে থাকে। এতে শিশুটি গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সাদাকাতুল জান্নাত সারমিলা মৃত্যু হয়।