রবিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে পলাতক নারী আসামি গ্রেপ্তার
বিশ্বনাথে পলাতক নারী আসামি গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দুই বছর নয় মাসের সাঁজা ও নয় লক্ষ টাকার অর্থ দন্ডপ্রাপ্ত পলাতক নারী আসামি আগুরা বিবি (৪৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর গ্রামের আপ্তাব আলীর স্ত্রী। আজ রবিবার দুপুরে তাকে সিলেট শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়।
থানা পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সাঁজা ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। মামলা নং সিলেট দায়রা ১৩৫৬/১৮,৭১২/১৪, ৬৭৩/১৬, ১৩৫৪/১৮, ১৭৯১/১৭। এরই মধ্যে চারটি মামলায় পৃথকভাবে আদালত গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দুই বছর নয় মাসের সাঁজা ও নয় লক্ষ টাকার অর্থদন্ড প্রদান করেন। অপর মামলায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এরপর থেকে আসামি পলাতক ছিল।
সাঁজা-অর্থদন্ডপ্রাপ্ত পলাতক নারী আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আজ রবিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিশ্বনাথে তিন পুলিশ পুরস্কৃত
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থানার তিন পুলিশ অফিসার ভাল কাজের জন্য পুরস্কৃত হয়েছেন। মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা ও গাঁজা পরোয়ানা তামিল কারীদের পুরস্কার দেয়া হয়। আজ রবিবার দুপুরে মাসিক কল্যাণ সভায় সিলেট পুলিশ লাইন ড্রিল সেটে আনুষ্ঠানিকভাবে বিশ্বনাথ থানার তিন পুলিশ অফিসার কে পুরস্কার তুলে দেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। পুরস্কারপ্রাপ্ত অফিসার হলেন-বিশ্বনাথ থানার এএসআই দীপক শক্ল ধর, এএসআই সাইফুর রহমান ও বিমল দাশ।