মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » আত্রাইয়ে নেশাজাতীয় ঔষধ বিক্রির দায়ে ফার্মেসী মালিকের জেল
আত্রাইয়ে নেশাজাতীয় ঔষধ বিক্রির দায়ে ফার্মেসী মালিকের জেল
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে নেশাজাতীয় ঔষধ বিক্রয়ের দায়ে তিন ফার্মেসী মালিকের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার ডুবাই গ্রামের মৃত আবেদ আলী সরদারের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৪৬) ও একই গ্রামের মৃত আহাদ আলী সরদারের ছেলে মো. আলমগীর হোসেন (৫৫), মহাদীঘি গ্রামের মৃত কফিল উদ্দিন খানের ছেলে মো. আব্দুল খালেক (৭২)।
আজ মঙ্গলবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানাযায়, সাজাপ্রাপ্তরা নেশাজাতীয় ঔষধ তাদের ফার্মেসীতে দীর্ঘদিন থেকে সংরক্ষন এবং বিক্রয় করে আসছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছানাউল ইসলাম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আব্দুর রাজ্জাক ও আলমগীরকে পনের দিন এবং আব্দুল খালেককে দুই মাসের সাজা প্রদান করেন ।
মাদক সেবনের দায়ে ২ জনের কারাদন্ড
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে মাদক সেবনের দায়ে দুই মাদকসেবীকে ২মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা করে জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছানাউল ইসলাম তাদের এই কারাদন্ড ও জরিমানা প্রদান করেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার মালিপুকুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে আব্দুল মতিন (১৯) ও একই গ্রামের কালাম সরদারের ছেলে রাকিব (২০)।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছানাউল ইসলাম জানান, আব্দুল মতিন ও রাকিবকে মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।