মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়ায় বিল থেকে টুকরো করা ১০ বস্তা টাকা উদ্ধার করেছে পুলিশ
বগুড়ায় বিল থেকে টুকরো করা ১০ বস্তা টাকা উদ্ধার করেছে পুলিশ
বগুড়া :: আজ ২৪ সেপ্টেম্বার মঙ্গলবার বগুড়ার শাহজানপুরের একটি বিল থেকে টুকরো করা ১০ বস্তা টাকা উদ্ধার করেছে শাহজানপুর থানা পুলিশ। শাহজাহানপুরে রাস্তার পাশে ও ডোবায় পড়ে থাকা বিপুল পরিমান কুচি (কাটা) করা টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত ১০ বস্তা কেটে ফেলা টাকা উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কোথা থেকে কিভাবে এখানে এসব কাটা টাকা এলো তা স্থানীয়রা বলতে পারেনি।
স্থানীয়রা জানায়, উপজেলার জালশুকা গ্রামের রাস্তার পাশে মঙ্গলবার সকালে এলাকাবাসী বিপুল পরিমাণ ছেঁড়া টাকার নোট দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
কাটা টাকার খবর পেয়ে গ্রামের শতশত মানুষ এসে সেখানে ভিড় জমায়। খবর পেয়ে পুলিশও চলে আসে। বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া বলেছেন, ওই এলাকার পথচারীরা সকালে পুলিশকে জানায় যে তারা বিলের কাছে এই বিপুল পরিমাণ টাকা দেখতে পেয়েছেন।
এই খবরের ভিত্তিতে পুলিশ সেখানে উদ্ধার অভিযানে যায়। কয়েক ঘণ্টার অভিযানে তারা বিলের পানির নীচ থেকে এবং তীর থেকে বস্তাবন্দী অবস্থায় টাকাগুলো উদ্ধার করে। সব টাকাই কুচি কুচি অবস্থায় কাটা ছিল।
একটি নোটও সম্পূর্ণ অবস্থায় পাওয়া যায়নি। তবে কারা এই টাকা ফেলে গেছে। তাদের উদ্দেশ্য কী, সে বিষয়ে পুলিশ এখনই কিছু জানাতে পারেনি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেয়া হবে, জানান বগুড়া পুলিশ সুপার।