বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চিনিশিল্পের উন্নয়ণে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার : বিএসএফআইসি’র চেয়ারম্যান
চিনিশিল্পের উন্নয়ণে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার : বিএসএফআইসি’র চেয়ারম্যান
গাইবান্ধা প্রতিনিধি :: অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যান অজিত কুমার পাল এফসিএ বলেছেন, সরকার চাষীদের ভাগ্যোন্নয়ণের পাশাপাশি চিনি শিল্পের উন্নয়ণে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। এখন থেকে কোন আখচাষীকে আর আখের দামের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতার আগে অগ্রাধিকারভিত্তিতে সকল আখচাষীদের সরবরাহ করা আখের মূল্য পরিশোধ করা হবে। দেশের উন্নয়ণ তথা চিনিশিল্পের উন্নয়ণে সবাইকে আখ চাষে এগিয়ে আসতে হবে। সোমবার দুপুরে গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারিশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকল পরিদর্শনে এসে আখচাষী ও শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
রংপুর চিনিকল ট্রেনিং কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত আখচাষী ও শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের সাথে পৃথক মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে আখচাষী নেতা জিন্নাত আলী প্রধান ও রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম। সভায় চিনিকলের বাণিজ্যিক খামারের জমির মালিকানা নিয়ে সাম্প্রতিক সৃষ্ট জটিলতা প্রসঙ্গে বিএসএফআইসি’র চেয়ারম্যান বলেন, সরকারের নিজস্ব সম্পদ নিয়ে কাউকেই ছিনিমিনি খেলতে দেয়া হবে না। সরকারী সম্পদ রক্ষায় সরকারই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আখচাষী নেতা ফেরদৌস আলম, আব্দুর রশীদ ধলু, চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু প্রমূখ। এর আগে তিনি রংপুর চিনিকলের কারখানাসহ বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন।