শুক্রবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চেক প্রতারণা মামলায় হেডম্যান অংখ্যাইচিং চৌধুরী গ্রেফতার
চেক প্রতারণা মামলায় হেডম্যান অংখ্যাইচিং চৌধুরী গ্রেফতার
কাউখালী প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের মৌজা হেডম্যান চেক প্রতারণা মামলায় পলাতক ওয়ারেন্টভুক্ত আসামীকে গতকাল বৃহস্পতিবার রাতে কাউখালী থানা পুলিশ গ্রেফতার করেছে।
কাউখালী থানার পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের ৯৬ নং কলমপতি মৌজার হেডম্যান অংখ্যাইচিং চৌধুরী (৩৫) পিতা মৃত,চাইথোয়াই প্রু চৌধুরী,সাং বেতবুনিয়া দক্ষিণ পাড়া ,কাউখালী রাঙামাটি পার্বত্য জেলার বিরুদ্বে রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৩ টি চেক প্রতারণা মামলা রয়েছে। মামলা গুলি হলো সি আর-১২২/১৫, সি আর-২১/১৭, সি আর-১১৬/১৯। সে দির্ঘদিন যাবত ওযারেন্টভুক্ত পলাতক থাকাবস্থায় রয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্ল্যা পিপিএম এর নেতৃত্বে বেতবুনিয়া পুলিশ ফাড়ির সহযোগিতায় গতকাল রাত ৮টার সময় বেতবুনিয়া বাজার থেকে অংখ্যাইচিং চৌধুরীকে গ্রেফতার করেন। আজ শুক্রবার অংখ্যাইচিং চৌধুরীকে রাঙামাটি জেলা কারাগারে প্রেরণ করেন বলে কাউখালী থানার ওসি নিশ্চিত করেন।