সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
বান্দরবানে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
বান্দরবান প্রতিনিধি :: “কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এ শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, র্যালিটিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন। এসময় অন্যান্যাদের মধ্যে সহকারি কমিশনার রতন কুমার অধিকারী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের প্রকল্প কর্মসুচী পরিচালক রুপনা দাশ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সভায় বক্তারা বলেন, কন্যা শিশুর উন্নয়নের মাধ্যমে আমাদের ভবিষৎ উন্নয়ন হবে,দেশের আগামীর উন্নয়নের জন্য আমাদের কন্যা শিশুর যতœ ও সুন্দর আবাসস্থল গড়ে তুলতে হবে।
বান্দরবানে সেনা জোনের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা
বান্দরবান :: বান্দরবানে সেনাবাহিনীর সদর জোনের শাণিত চব্বিশ এর আয়োজনে দুর্গম এলাকার পাহাড়ি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বান্দরবান সদর উপজেলার দুই নম্বর কুহালং ইউনিয়নের 8 নম্বর রাবার বাগান নোয়াপাড়া এলাকায় সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দুর্গম এলাকার চিকিৎসা বঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বান্দরবান সেনা রিজিয়নের (এমডিএস) হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার ডা: ক্যাপ্টেন সানাউল্লাহ ও ডা: ক্যাপ্টেন হুমায়ারা শহীদ।
এসময় দুই নম্বর কুহালং ইউনিয়নের আট নম্বর রাবার বাগান এলাকার নোয়াপাড়াসহ পার্শ্ববর্তী কয়েকটি পাড়া থেকে কয়েক শত নারী ও পুরুষ সেনা রিজিয়নের এ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান ক্যাম্প পরিদর্শন করেন, লে: কর্নেল আখতার উস সামাদ রাফি বিএসপি, পিএসসি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিনারুল হক, প্রথম আলো’র জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা প্রমুখ।