বুধবার ● ২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » মধ্যবর্তী নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
মধ্যবর্তী নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা প্রতিনিধি :: দক্ষিণপন্থী ফ্যাসিস্ট শক্তি যাতে রাজনৈতিক অচলাবস্থার সুযোগ নিতে না পারে, সেজন্য মধ্যবর্তী নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
আজ ২ অক্টোবর বুধবার সকালে ঢাকার সেুগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে রাজনৈতিক সংকট উত্তরণে জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ পার্টির ৩১ দফা প্রস্তাব তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক।
বিদ্যমান অনিশ্চিত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিরোধীদের দমনের কৌশল পরিহার করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করারও দাবি করা হয় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, সরকারি দল যে গণতান্ত্রিক অধিকার ভোগ করে, বিরোধীদের জন্যও সমান সুযোগ নিশ্চিত করা দরকার। এই জন্যে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণআস্থাহীন নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে জনগনের আস্থা ফেরানো প্রয়োজন।
বামজোটের অন্যতম এ নেতা বলেন, ৩০ ডিসেম্বরের ভোট রাষ্ট্রের ন্যূনতম রাজনৈতিক ভারসাম্য নষ্ট করে দেয়া হয়েছে এবং নিয়মতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তনের সুযোগ রুদ্ধ করে দেয়া হয়েছে। দেশ ও জনগণকে নিয়ে রাজনৈতিক জুয়া খেলা বন্ধ না হলে, ক্যাসিনো মাফিয়া ও দুর্নীতি বিরোধী বর্তমান অভিযান আখেরে কোন ফল দেবে না। প্রধানমন্ত্রীর আশঙ্কা অনুযায়ী এক/এগারোর মত রাজনীতিতে চরম অগণতান্ত্রিক ও অস্বাভাবিক হস্তক্ষেপের আশঙ্কা থেকেই যাবে।
সংবাদ সম্মেলনে কমরেড সাইফুল হক বলেন, ৩০ ডিসেম্বরের পর দেশে যে বিপজ্জনক পরিস্থিতি তৈরী হয়েছে, গণসংগ্রামের পথে এই অবস্থার পরিবর্তন ঘটাতে না পারলে এর সুযোগ গ্রহণ করতে পারে চরম দক্ষিণপন্থী ফ্যাসিস্ট শক্তি।
তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিদ্যমান সংসদ বাতিল, ভোটাধিকার প্রতিষ্ঠা ও নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানান।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্ আকবর খান পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১ দফার মধ্যে অন্যতম প্রস্তাবগুলো হলো : আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধ, ধর্ম ও আদর্শগত বিশ্বাসের কারণে নাগরিকদের মধ্যে যাবতীয় বৈষম্য বিলোপ, সাংবিধানিক কমিশনের মাধ্যমে সাংবিধানিক পদে নিয়োগের বিধান চালু, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, এলাকাভিত্তিক প্রতিনিধিত্ব ব্যবস্থার পাশাপাশি ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তন, ভোট প্রদানে প্রত্যক্ষ ও পরোক্ষ বাধাক প্রদানকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য এবং সমতা, ন্যায্যতা, সমমর্যাদার ভিত্তিতে প্রতিবেশীদের সাথে সমস্যাদির সমাধান করা প্রভৃতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, মাহমুদ হোসেন, এ্যাপোলো জামালী, সংগঠক হুমায়ুন মুজিব, রোকসানা বেগম, রাজিয়া সুলতানা ও মো. ইমরান হোসেন প্রমুখ।