বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন
রুমায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমায় ১নম্বর পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমার বিরুদ্ধে স্থানিয় বিভিন্ন গণমাধ্যমে বার বার মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের সাধারণ জনগণ। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিকবার কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাত, সোলার প্যানেল বিতরণ, বিজিডি ও ভিজিএফ প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ করে সংবাদ মাধ্যমে প্রচার করা হয়। সে সময় উহ্লামং মারমা ব্যক্তিগত ভাবে তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগ অস্বীকার এবং প্রতিবাদ করেছিলেন ।
আজ বৃহস্পতিবার ৩ অক্টোবর সাড়ে ১১ টায় রুমা বাজারে পাইন্দু ইউনিয়নের জনসাধারণ এবং পরিষদের সদস্যরাসহ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন পাইন্দু ইউনিয়নের ক্যতাই পাড়ার বাসিন্দা থোয়াইসানু মারমা এবং আরো অনেকে। এসময় বক্তারা সংবাদ মাধ্যমের কর্মীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সংবাদ প্রচারের আহ্বান জানান। তারা অভিযোগ করেন চেয়ারম্যান উহ্লামং মারমার বিরুদ্ধে মিথ্যা আর বানোয়াট তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মানহানিকর সংবাদ প্রচার করা হয়েছে বলেও জানান। মিথ্যা ও মনগড়া তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।
বান্দরবানে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে শিশু ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার ৩ অক্টোবর সকালে বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার ২ নং কুহালং ইউনিয়ন পরিষদের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় বান্দরবান জেলা তথ্য কর্মকর্তা কে এম খালেদ বিন জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নিদের্শনা এবং শিশু ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন শিশু ও নারীর উন্নয়নে সকলকে সচেতন হতে আহবান জানান এবং বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের সঠিকভাবে বেড়ে ওঠতে আমাদের সকলকে সচেতন হতে হবে। এসময় তিনি আরো বলেন,আমাদের নারীদের সুরক্ষায় কাজ করতে হবে। পথে ঘাটে,মাঠে ময়দানে নারীরা যাতে নিরাপদে চলাচল করতে পারে তার জন্য আমাদের সচেতন ও থাকতে হবে। অনুষ্টানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নোমান হোসেন নারী ও শিশুদের যে কোন বিপদে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে সহায়তা নেবার জন্য সকলের কাছে অনুরোধ করেন। এসময় তিনি সদর থানার ওসির সহায়তা নেবার জন্য সকলকে দিকনির্দেশনা ও প্রদান করেন।
এসময় অন্যান্যাদের অংশ গ্রহণ করেন, মধ্যে কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মার্মা,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী,বান্দরবান বেতার কেন্দ্রের সহকারি পরিচালক প্রকাশ কুমার নাথ,অজিত কান্তি নাথ,মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মার্মা,কুহালং ইউনিয়ন পরিষদের সচিব মো:সাইফুদ্দিন,ইউনিয়ন পরিষদের সদস্য মংক্যচিং মারমাসহ কুহালং ইউনিয়নের শিক্ষক-শিক্ষিকা,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানের ইমাম,পুরোহিত,বৌদ্ধ ভান্তে,জনপ্রতিনিধিসহ নারী পুরুষেরা
প্রশিক্ষণে জেলা তথ্য কর্মকর্তা কে এম খালেদ বিন জামান বক্তব্য রাখতে গিয়ে বলেন,বর্তমান সরকার শিশু ও নারীদের উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। শিশু ও নারীদের সুরক্ষার মধ্য দিয়ে আমাদের আগামী প্রজন্মের সুরক্ষা হবে,তাই আমাদের সচেতন থাকতে হবে এবং শিশু ও নারীদের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
প্রশিক্ষনে মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা,নিরাপদ মাতৃত্ব,স্যানিটেশন,পরিবেশ,মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ,যৌতুক,বাল্যবিবাহ প্রতিরোধ এবং জন্ম নিবন্ধন কার্যক্রম সর্ম্পকে প্রশিক্ষণার্থীদের ধারণা দেয়া হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রায় অর্ধশত নারী ও পুরুষ প্রশিক্ষনার্থী এতে অংশ নেন।