সোমবার ● ১৮ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দু-পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১৫
বিশ্বনাথে দু-পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১৫
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধদের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন ও ১৫জন আহত হন৷ নিহতের নাম জহুর আলী (৩৫)৷ তিনি বাওনপুর গ্রামের মনু মিয়ার ছেলে৷ ১৮ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর গ্রামের আয়াছ আলী ও মাস্টার আবদুল মতিনের লোকজনের মধ্যে তাদের গ্রামে এঘটনা ঘটে৷ গুরুতর আহত অবস্থায় জহির আলীকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষনা করেন৷
সংঘর্ষে আহতরা হলেন-হারিছ আলী,গিয়াস উদ্দিন, আমির আলী, মজর আলী, কবির আহমদ, স্বপন আহমদ, সাহেল আহমদ,কুতুব উদ্দিন, রাজু মিয়া, ফয়জুল মিয়া৷ বাকি আহতদের নাম জানাযায়নি৷ তবে এরই মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে বলে জানাগেছে৷ বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন৷ তবে তিনি এলাকায় নেই, জরুরী কাজে ঢাকায় অবস্থান করছেন বলে জানান৷
এলাকাবাসী জানান, বাওনপুর গ্রামের আয়াছ আলী ও মাস্টার আবদুল মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে৷ রোববার আয়াছ আলীর লোকজন বিরোধপূর্ণ জায়গা থেকে মাটি কেটে নেন৷ আজ সোমবার সকালে মাস্টার আবদুল মতিনের লোকজন আয়াছ আলীর বাড়িতে গিয়ে মাটি কাটা বিষয়টি জানতে যান৷ এসময় উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাটি হয়৷ এরই এক পর্যায়ে লাঠি-সোটা নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষের জড়িয়ে পড়েন৷ প্রায় আধা ঘন্টাব্যাপি সংঘর্ষে একজন নিহত হন ও ১৫জন আহত হন৷ পরে আশপাশের এলাকাবাসী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন বলে স্থানীয়রা জানিয়েছেন৷
এব্যাপারে থানার ওসি আবদুল হাই সংঘর্ষে একজন নিহতের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে৷ এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান৷