বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার
কাউখালীতে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি মোকাবেলায় দক্ষতা বৃদ্ধিকল্পে দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা আজ বুধবার উপজেলা অফিসার ক্লাবে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালা উদ্ভোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। এ সময় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, কাউখালী উপজেলা ভাইস-চেয়ারম্যান নিংবাইউ মারমা ও উপজেলা ভাইস-চেয়ারম্যান অং প্রু মারমা।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লা পিপিএম, ১নং বেতবুনিয়া মডেল ইউপির চেয়ারম্যান খইচাবাই তালুকদার, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থনীয় সরকার বিভাগের ইউডিএফ ঝিমি চাকমা, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. রবিউল ইসলাম,কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি মুকুন্দ লাল ত্রিপুরা প্রমুখ।
বিভিন্ন শ্রেণী পেশার মোট ৫০ জন প্রশিক্ষণার্থী দিনব্যাপি প্রশিক্ষণ কর্ম শালায় অংশ গ্রহন করেন।
প্রধান অতিথি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন,আমাদের দেশে অসচেতনতার কারনে অনেক সময় অনেক ক্ষয়ক্সতি এসময় হতো কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির কারনে ক্ষয় ক্ষতির পরিমান অনেক কমে এসেছে। তাছাড়া বর্তমান সরকার জন বান্ধব সরকার। সরকার জনগনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সরকার জনগনের দরজায় সকল সুযোগ সুবিদা পৌছে দেয়ার জন্য আন্তরিকভাবে কাজ করে চলেছেন। দুর্নীতির বিষয়ে সরকার কোন প্রশ্রয় দিবেনা বলে তিনি জানান।
তিনি আরো বলেন কাউখালী টু রানীর হাট সড়কের অবস্থা তেমন ভাল নয়, তা ছাড়া সড়কের দু পাশে অবৈধভাবে নতুন করে স্থাপনা নির্মানের জন্য চেষ্টা চালানো হচ্ছে , তিনি বলেন এগুলি তো কোন প্রকার কাম্য নয়। জনগনকে সচেতন হতে হবে। নিজের নিরাপত্তার জন্য নিজকে সচেতন হতে হবে। বর্তমান সময়ে দুর্যোগে মানুষ মারা যায়না কিন্তু দুর্ঘটনাবশতঃ মানুষ নিজের ভুলের কারনে মারা যায় বলে তিনি তার বক্তব্য এসব কথা বলেন। তিনি আরো বলেন বর্তমানে কেউ অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই। কারন প্রযুক্তি এখন প্রতিটি মানুষের হাতে। সেহুতু প্রতিটি মানুষকে সচেতন হতে হবে বলে তিনি সকলের প্রতি উদ্দাত্ত আহবান জানান।
প্রশিক্ষণ কর্মশালা সহায়তায় ছিলেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টার ন্যাশনাল কো-অপারেশন এ্যাজেন্সি (জাইকা), বাস্তবায়নে ছিলেন উপজেলা ত্রাণ,দুর্যোগ ও প্রকৌশল বিভাগ কাউখালী।