শুক্রবার ● ১৮ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আগাছা পরিস্কার অভিযান
মাটিরাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আগাছা পরিস্কার অভিযান
মাটিরাঙ্গা প্রতিনিধি :: মাটিরাঙ্গা উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বন্ধু জুনিয়র এর উদ্যোগে নতুনপাড়া এলাকায় গ্রাম্য রাস্তার দুই ধারের আগাছা পরিস্কার অভিযান পরিচালিত হয়েছে।
আজ ১৮ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মামুনুর রশিদ তার সঙ্গীয় সদস্যদের নিয়ে পরিস্কার অভিযান শুরু করেন। এমন মহতি কাজে অংশ নিতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় জনপ্রতিনিধি ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী। অন্যান্যদের সাথে তিনিও দা হাতে নিয়ে নেমে যান পরিস্কার অভিযানে।
নতুনপাড়া জামে মসজিদ এলাকার সামনে থেকে তাহের মিয়ার বাড়ী পর্যন্ত এবং ইয়াছিন মিয়ার বাড়ীর সামনে থেকে হুদা মিয়ার বাড়ীর শেষ সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশে জন্ম নেয়া কাটা গাছ ও বিভিন্ন ঝোপ ঝাঁড় কেটে ছেটে পরিস্কার করেন সংগঠনটির সদস্যরা। সকাল সাড়ে ১০টা পর্যন্ত পরিস্কার অভিযানে বন্ধু জুনিয়র‘র ১৪/১৫জন সদস্য অংশ নেন।
পরিস্কার অভিযানে অংশ নেয়া কাউন্সিলর মোহাম্মদ আলী বন্ধু জুনিয়র এর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের প্রত্যেকের সামাজিক দায়বদ্ধতা থেকে সকলে যদি এভাবে নিজেদের চার-পাশে প্রতিমাসে অন্ততপক্ষে একদিন পরিস্কার পরিছন্ন অভিযান পরিচালনা করি তাহলে নিজের পরিবেশ সুন্দর থাকবে এবং নানা রোগ-বালাইয়ের আক্রমণ কমানো সম্ভব হবে।
পরিচ্ছন্নতার শপথ নিয়েই বিডি ক্লিন পানছড়ির যাত্রা শুরু
বিশেষ রিপোর্টার :: “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন পানছড়ি‘র আনুষ্ঠানিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার দ্বিতীয় ইভেন্ট সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে পানছড়ির জীপ স্টেশন ও তার আশপাশের এলাকায় এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়।সংগঠনের সদস্য মোহাম্মদ বাবু‘র শপথ পাঠের মধ্যদিয়ে সংগঠনের পানছড়ি প্রতিনিধি আরিফুল ইসলাম মহিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি প্রেসসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজী) সিরাজুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিডি ক্লিন পানাছড়ির সদস্য নাজমুল,ফাহিম, বশর, মাসুদ রানা প্রমুখ। সংগঠনের পানছড়ি প্রতিনিধি সাংবাদিকদের অনুভূতি প্রকাশে জানায়, পরিচ্ছন্নতার শপথ নিয়েই বিডি ক্লিন পানছড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার রোল মডেল হিসেবে প্রিয় উপজেলা পানছড়িকে তুলে ধরবে দেশের মানচিত্রে। ২০২১সালের মধ্যে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার মধ্যদিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এর লক্ষ নিয়ে সর্বত্র পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিচ্ছে বিডি ক্লিন। পাশাপাশি সকল বিডি ক্লিন টিম ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা বিশ্ব মানচিত্রে পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে নিয়ে যাবে। অতিথিরা তাদের বক্তব্যে বিডি ক্লিন পানছড়ি টিম এর কার্যক্রম কে ধন্যবাদ জ্ঞাপন করে আগামীতে বিডি ক্লিন পানছড়ি টিম এর সাথে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। পরিচ্ছন্ন অভিযানের পাশাপাশি তারা স্থানীয়দের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়ার জন্য সকলের দৃষ্টি করেন।