শনিবার ● ২৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী
গাবতলীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী
বগুড়া প্রতিনিধি :: “পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গি-সন্ত্রাসমূক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার বগুড়ার গাবতলী মডেল থানা ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী শেষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ধন্য গোপাল সিংহের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। থানার ওসি সেলিম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও রওনক জাহান, সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভূলন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সাজেদুর রহমান মোহন। আরও বক্তব্য রাখেন নেপালতলী ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু, পৌর পুলিশিং কমিটির সভাপতি আবু সাঈদ মাষ্টার, শিক্ষক এমদাদুল হক, পুলিশিং কমিটির নেতা সাংবাদিক আল আমিন মন্ডল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা নাজমা আকতার, ওসি (তদন্ত) জাকির হোসেন মোল্লা, ওসি অপারেশন আঃ গণি, পুলিশিং কমিটির নেতা সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা, লুৎফর রহমান সরকার স্বপন, গোলাম রহমান মুকুল, দুলাল করিম’সহ নেতৃবৃন্দ, স্কুল-কলেজের স্টুডেন্ট, শিক্ষকসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। শেষে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং কমিটির ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিনামূল্যে দিনব্যাপী রক্তদান কর্মসূচী, রক্তের গ্রুপ নির্নয়, ডাইবেটিস ও ব্লাড পেসার পরীক্ষা করা হয়।