শনিবার ● ২৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে রাবার বাগানের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
রাউজানে রাবার বাগানের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
রাউজান প্রতিনিধি :: রাউজানের ডাবুয়া রাবার বাগানের ৬৬টি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত ২০ অক্টোবর দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে রাবার বাগানের ৮নং ব্লকের শেষ প্রান্তে। কি কারণে উৎপাদনে আসা এসব রাবার গাছ কেটে দিয়েছে তার সঠিক কারণ বলতে পারে নাই রাবার বাগান ম্যানেজার। তবে তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। থানায় ডাইরী করেছি।গতকাল ২৫ অক্টোবর সরোজমি পরিদর্শন কালে দেখা যায়, ৬৬ টি গাছ চুরি করার মতো কোন আলামত নেই। কারণ গাছ কর্তনের পর কাঠ গুলো ফেলে যায় দুর্বৃত্তরা। গাছ কাটাঁর ধরনও ছিল ব্যতিক্রম। প্রায় ২/৩ফুট উচু করে কাটাঁ হয়েছে গাছ গুলোকে। আর চুরি জন্য গাছ কাটাঁ হলে মাটি ঘেঁসে গাছ কাটঁতো চোরের দল। রাবার বাগান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রনজিত বড়ুয়া জানান, বাগানের শেষ প্রান্তে নতুন করে উৎপাদনে আসা রাবার গাছ গুলো কেটে ফেলে দুর্বৃত্তরা। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে গাছ কাটঁতপ পারে বলে তার ধারনা।