রবিবার ● ২৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পিকাপ ভ্যান ও টমটম মুখোমুখি সংঘর্ষ আহত-৯
রাউজানে পিকাপ ভ্যান ও টমটম মুখোমুখি সংঘর্ষ আহত-৯
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে কাপ্তাই-মহাসড়কের গশ্চি বাজার এলাকায় আজ ২৭ অক্টোবর রবিবার সকাল সাড়ে আটার দিকে পিকাপ ভ্যান ও টমটম গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পিকাপ ভ্যানের মধ্যে ৩ জন যাত্রী ও টমটমের মধ্যে ৯জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
এতে চালকসহ আহত হয়েছেন অন্তত ৯জন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে আহত ৯ জনের মধ্যে চার জনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গেলে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে। এতে টমটমে প্রায় এগারো জন ও (চট্টমেট্রো-ন-১১-৬০৩৮) পিকাপ ভ্যানে তিনজন যাত্রী নিয়ে নোয়াপাড়া উদ্দেশ্যে যাচ্ছিল। গশ্চি মোহাম্মদ জমা এলাকায় কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি টমটম গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই গাড়ীর লোকজন গুরুতর আহত হন। জানা গেছে, পিকাপ ভ্যানটি মাছ আনার জন্য যাত্রা করেন অপর টমটম গাড়িটি ৯জন শ্রমিক নিয়ে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়।
এবিষয়ে জানতে চাইলে, ট্রাফিক পুলিশের তদন্ত কর্মকর্তা মো. কায়েস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ী দুইটি উদ্ধার করে নোয়াপাড়া পুলিশ ফাঁড়িতে দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি নিয়ে আসি। এতে পিকাপ ও টমটমের যাত্রী আহত হয়েছে।