মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীর হেডম্যান দীপময় হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি
রাজস্থলীর হেডম্যান দীপময় হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে বোমাং সার্কেল হেডম্যান এসোসিয়েশন এর আয়োজনে বোমাং সার্কেলের অন্তভূক্ত রাজস্থলী উপজেলার ৩৩৩নম্বর ঘিলাছড়ি মৌজার হেডম্যান সাবেক ইউপি চেয়াম্যান দীপময় তালুকদারকে হত্যা কান্ডের সুষ্ঠ তদন্ত ও হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২৯ অক্টোবর সাকাল সাড়ে ১১টায় হেডম্যান এসোসিয়েশনের আয়োজনে বান্দরবান শহরের হেডম্যান এসোসিয়েশন ভবনের হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্যে বান্দরবানের বোমাং সার্কেল চিফ ও হেডম্যান এসোসিয়েশনের সভাপতি বোমাং রাজা উচ প্রু চৌধুরী বলেন, আমরা পূর্বপুরুষ থেকে সাড়ে ৪শত বছর ধরে এই অঞ্চলে শাসন করে আসছি। আমি ১৭ তম রাজা। আমার হেডম্যান কারবারি(পাড়া প্রধান)দেরকে সন্ত্রাসীরা যেভাবে খুন করছে আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই। এভাবে হলে আমিওতো নিরস্ত্র! আমাকেও সন্ত্রাসীরা যেকোনো সময় হত্যা করতে পারে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন করছি আমার সার্কেলের অন্তভূক্ত রাজস্থলী উপজেলার ৩৩৩নম্বর ঘিলাছড়ি মৌজার হেডম্যান দীপময় তালুকদার হত্যা কান্ডের সুষ্ঠ তদন্ত ও হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ সময় হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেডম্যান টিমং প্রু মারমার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রয়াত রাজা মং শৈ প্রু চৌধুরীর পুত্র নুমং প্রু (বড় বাবু), ৩৩৭ নম্বর বালাঘাটা মৌজার হেডম্যান সার্চ প্রু মারমা(মনু হেডম্যান), রোয়াংছড়ি আলেক্ষং মৌজার হেডম্যান সা শৈ প্রু মারমা, ৩১৪ নম্বর সুয়ালক মৌজার হেডম্যান মং থোইচিং মারমা, আলীকদমের হেডম্যান মং ক্য নু মারমা, থানচি সদর মৌজার হেডম্যান হ্লাফ সু মারমা, রুমা উপজেলার খমংখ্যাং মৌজার হেডম্যান লাল লিয়ন সম বম প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত (২৩ অক্টোবর) বিকেলে বান্দরবানের বোমাং সার্কেল চিফ অধীনস্থ রাজস্তলী উপজেলার ঘিলাছড়ি মৌজার হেডম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান দীপময় তালুকদারকে ২ নম্বর গাইন্দা ইউনিয়নের তাইতং পাড়া থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় একদল পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসী। পরে (২৪ অক্টোবর) সকালে উপজেলার গাইন্দা ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় ঘিলাছড়ি মৌজার হেডম্যান দীপময় তালুকদারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।