বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » শরীয়তপুর জেলাকে ঢাকা বিভাগ থেকে বাদ দিয়ে পদ্মা বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন
শরীয়তপুর জেলাকে ঢাকা বিভাগ থেকে বাদ দিয়ে পদ্মা বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন
সংবাদ বিজ্ঞপ্তি :: শরীয়তপুর জেলাকে ঢাকা বিভাগ থেকে বাদ দিয়ে পদ্মা বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদে আগামীকাল ১লা নভেম্বর শুক্রবার, সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আদর্শ নাগরিকক আন্দোলন শরীয়তপুর জেলার উদ্যোগে জ্বলে উঠো শরীয়তপুর, যাবো নাকো ফরিদপুর। ঢাকা ছেড়ে যাবো না, ফরিদপুর মানবো না “শ্লোগানে” এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন আদর্শ নাগরিকক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট নারী নেত্রী জোবায়দা হক অজন্তা, আদর্শ নাগরিকক আন্দোলনের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আল আমিন, বিশিষ্ট সাংবাদিক আশিকুর রহমান (হৃদয়), সহ আদর্শ নাগরিকক আন্দোলন ও শরীয়তপুর জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সচেতন শরীয়তপুরবাসী।
প্রতিবাদী মানববন্ধনে সভাপতিত্ব করবেন আদর্শ নাগরিকক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও শরীয়তপুর জেলার আহবায়ক এস.এম আবুল কালাম আজাদ।
মানববন্ধনে দল-মত-জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঢাকাস্থ শরীয়তপুর বাসীকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন আদর্শ নাগরিকক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মিল্টন।