শুক্রবার ● ১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুতির সাত ঘণ্টা পর ফের স্বাভাবিক
ময়মনসিংহে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুতির সাত ঘণ্টা পর ফের স্বাভাবিক
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ত্রিশালের ফাতেমা নগর স্টেশনের আউটার সিগন্যালের কাছে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়লে ত্রুটি সম্পন্ন করে সাত ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (০১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ত্রুটি সম্পন্ন করে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ফের ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে বিকট শব্দে ফাতেমা নগর স্টেশনের আউটার সিগন্যালের কাছে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরো জানান,নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন ত্রিশালের ফাতেমা নগর স্টেশনে প্রবেশ করার সময় দু’টি লাইনের সংযোগস্থলে ট্রেনটির ইঞ্জিনসহ চার বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সারারাত ইঞ্জিনসহ বিচ্যুত হওয়া চার বগি উদ্ধার শেষে ত্রুটি সম্পন্ন করে সাত ঘণ্টা পর ফের শুক্রবার (০১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ফের ট্রেন চলাচল শুরু হয়।
এদিকে মহুয়া এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস আটকা পড়ে থাকায় যাত্রীদের সারারাত দূর্ভোগ পোহাতে হয়েছে বলে জানান ভূক্তভোগিরা।