শনিবার ● ২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে সমবায় দিবস পালিত
গাবতলীতে সমবায় দিবস পালিত
বগুড়া প্রতিনিধি :: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আজ শনিবার বগুড়ার গাবতলী উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রওনক জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আব্দুল্লাহ আল মামুন।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দীন, হুমায়ন আলম চাঁন্দু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক পাপিয়া রাজ্জাক, উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক খায়রুল এবাদ, ফেরদৌসী আরা, অফিস সহকারী আবু সালেক, সমবায়ীদের মধ্যে আতিকুর রহমান, তরিকুল ইসলাম সোহাগ, আশরাফুল ইসলাম স্বপন, জিয়াউর রহমান ও বিদ্যুৎ চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গাবতলী মহিলা কলেজের প্রভাষক ও দূর্গাহাটা একতা কৃষি সমবায় সমিতির নেতা উজ্জ্বল কুমার ঘোষ।
বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী
বগুড়া :: জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে আজ শনিবার অর্পণ স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় বগুড়ার গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী পালিত হয়। উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও অত্র স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি খাজা নাজিমুদ্দীন, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষিকা রোজিনা আক্তার, অর্পণ স্বেচ্ছাসেবী সংস্থার সহ-সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্না, সহ-সম্পাদক শরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ও সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান প্রমুখ।
যুবদলনেতা দুলালের অসুস্থ্য মাতা মাজেদা’কে দেখতে যান বিএনপি নেতৃবৃন্দ
বগুড়া :: আজ শনিবার রাতে বগুড়ার গাবতলী কাগইলের আমলীচুকাই ২নংওয়ার্ড যুবদলের সভাপতি দুলাল মিয়া ব্যাপারী (ক্যান্সার রোগে আক্রান্ত) অসুস্থ্য মাতা মাজেদা বেগম (৬৫) কে দেখতে গিয়ে চিকিৎসা খোজখবর নেন কাগইল ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন এবং কাগইল ইউনিয়ন যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন দুলালের পিতা মকবুল হোসেন, ভাই মাসুদ রানা, গাবতলী থানা যুবদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, যুবদল নেতা খলিলুল রহমান, আব্দুল হান্নান, সুলতান আহম্মেদ, ফুল মিয়া, শামীম আহম্মেদ, রেজাউল করিম, ডাবলু, আমিনুর, ইউনুছ, ইসলাম, মনজু, ছাত্রদল নেতা আলপনা কবির বাবু, এ্যাডভোকেট রুস্তুম আলী ও সিহাব আহম্মেদ প্রমূখ। এরপর ইউপি চেয়ারম্যান তপন’সহ নেতৃবৃন্দরা আমলীচুকাই নতুন বাজারে সর্বস্তরের জনসাধারনের সঙ্গে গনসংযোগ ও মত বিনিময় করেন।