মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির তিন থানা পরিদর্শন করে গেলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
রাঙামাটির তিন থানা পরিদর্শন করে গেলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
ষ্টাফ রিপোর্টার :: আজ মঙ্গলবার ৫ নভেম্বর বরকল, জুরাছড়ি ও লংগদু থানা পরিদর্শনে রাঙামাটি পার্বত্য জেলায় আসেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম।
সকালে রাঙামাটিতে পৌছালে ডিআইজিকে ফুল দিয়ে স্বাগত জানান রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. আলমগীর কবীর, পিপিএম সেবা।
এসময় জেলা পুলিশের চৌকস দল ডিআইজিকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম রাঙামাটি পাবত্য জেলার বরকল, জুরাছড়ি ও লংগদু থানা পরিদর্শন করেন।
থানা পরিদর্শনকালিন জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবীর, জেলা পুলিশ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তা, বরকল, জুরাছড়ি ও লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।
এছাড়া ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাত করেন ৪৮তম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া জুরাছড়ি উপজেলার ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলের সদস্যরা।
এসময় ডিআইজি চ্যম্পিয়ন হওয়া কাবাডি দলের সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে উপহার সামগ্রী প্রদান করেন এবং কাবাডি দলের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
ডিআইজি খন্দকার গোলাম ফারুক সন্ধ্যায় রাঙামাটি থেকে চট্টগ্রামের উদ্যেশে রওনা করেন।