বুধবার ● ৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » পাবনায় চরমপন্থী দলের ক্যাডারকে গুলি করে হত্যা
পাবনায় চরমপন্থী দলের ক্যাডারকে গুলি করে হত্যা
পাবনা প্রতিনিধি :: পাবনার বেড়া উপজেলার ঢালারচরে আতোয়ার সরদার নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যায় ওই ইউপির দুর্গাপুর বাজারে এ ঘটনা ঘটে। আতোয়ার ওই গ্রামের আব্দুস সাত্তার সর্দারের ছেলে। তিনি চরমপন্থী দলের ক্যাডার ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঢালারচর পুলিশ ফাঁড়ির এসআই আশরাফ জানান, সন্ধ্যায় আতোয়ার দুর্গাপুর বাজারে দরগা শরীফের পাশে একটি দোকানে বসে ছিলেন। এ সময় অস্ত্রধারী সাত-আটজন এসে তার ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তারা ‘সর্বহারা জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে চলে যায়। ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড রাইফেলের ও এক রাউন্ড শর্টগানের গুলির খোসা উদ্ধার করা হয়।
এসআই আশরাফ আরো জানান, সর্বহারা দলের সক্রিয় ক্যাডার ছিলেন আতোয়ার। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মাস দুয়েক আগে তিনি জামিন পেয়ে বাড়ি আসেন।
চরমপন্থীদের অভ্যন্তরীণ কলহের জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গৌতম কুমার বিশ্বাস।
চাটমোহরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি
পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহরের বিলচলন ইউনিয়নের বোঁথর উত্তর পাড়া গ্রামে মৃত মেছের প্রাং এর ছেলে তাছু প্রাং এর বাড়িতে গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে।
তাছু প্রামানিক জানায়, বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে নিমিষে তা ছড়িয়ে পরে। আগুনে ২ টি টিনের ঘরের আসবাব পত্র, ফ্রিজ, টেলিভিশন,গ্যাস সিলিন্ডারসহ ঘরে রক্ষিত অন্যান্য মালামাল পুড়ে ভস্মিভূত হয়। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন পুরো নিয়ন্ত্রণ করে। এসময় প্রতিবেশী ইদ্রিস আলীর একটি সেমি পাকা ঘরও ক্ষতিগ্রস্থ হয়।