বুধবার ● ৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » কৃষি » নওগাঁয় সরিষা চাষে অধিক আগ্রহী চাষীরা
নওগাঁয় সরিষা চাষে অধিক আগ্রহী চাষীরা
সুদাম চন্দ্র, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর কৃষকদের মধ্যে সরিষা চাষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে অল্প সেচ, কম পরিচর্যা খরচ এবং সরিষা উত্তোলনের পর পুনরায় সেই জমিতে বোরোধান চাষের সুযোগ থাকায় মধ্যবর্তী ফসল হিসেবে কৃষকদের মধ্যে সরিষা চাষের আগ্রহ দেখা যাচ্ছে।
কৃষিবিভাগ সূত্রে জানা গেছে ২০১৭-১৮ মওসুমে নওগাঁ জেলায় ২৭ হাজার ৪শ ২০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়ে ছিল এবং ২০১৮-১৯ মওসুমে জেলার ১১টি উপজেলায় ২৯ হাজার ২শ ৬৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়। সেখানে চলতি ২০১৯-২০ মওসুমে জেলায় মোট ৩৪ হাজার ৩শ ৫৭ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ক্রমেই সরিষা আবাদের পরিমান বৃদ্ধি পাচ্ছে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম জানান, নওগাঁ জেলায় চলতি বছর প্রধানত বারী সরিষা-১৪, বারী সরিষা-১৫ এবং টোরি-৭ জাতের সরিষার আবাদ করেছেন কৃষকরা।
জেলার ১১টি উপজেলায় সরিষার আবাদের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১ হাজার ৭শ ৬৫ হেক্টর, রানীনগর উপজেলায় ৩ হাজার ৪শ ৬৫ হেক্টর, আত্রাই উপজেলায় ৩ হাজার ৫শ ২০ হেক্টর, বদলগাছি উপজেলায় ৮শ ৪৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ২শ ৬০ হেক্টর, পতœীতলা উপজেলায় ৪ হাজার ৮শ ১০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১ হাজার ৬শ ৩০ হেক্টর, সাপাহার উপজেলায় ৩ হাজার ২শ ৩০ হেক্টর, পোরশা উপজেলায় ২ হাজার ৪শ ৫ হেক্টর, মান্দা উপজেলায় ৭ হাজার ২শ ৮২ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৪ হাজার ১শ ৪৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
জেলার মাঠে মাঠে এখন সরিষার বীজবপনের কার্যক্রম চলছে। এ পর্যন্তপুরো জেলায় ৫শ ৫০ হেক্টর জমিতে সরিষার বীজবপন করা হয়েছে। উল্লেখিত পরিমান জমি থেকে মোট ৪৯ হাজার ১শ ৩০ মেট্রিকটন সরিষা উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের অুনমান।