রবিবার ● ১০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘূর্ণিঝড়ের প্রভাবে দুদিন ধরে সিলেটে গুড়িগুড়ি বৃষ্টি জনদূর্ভোগ
ঘূর্ণিঝড়ের প্রভাবে দুদিন ধরে সিলেটে গুড়িগুড়ি বৃষ্টি জনদূর্ভোগ
সিলেট প্রতিনিধি :: ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দুদিন ধরে সিলেটে অবিরাম গুড়িগুড়ি বৃষ্টি ঝড়ছে। অবিরাম বৃষ্টি কারণে জনজীবন অচল হয়ে পড়েছে। এদিকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, রোগী ,শিশু ও গবাদী পশুর দূর্ভোগ চরম আকার ধারণ করছে।
সারা দেশের ন্যায় সিলেট জেলার সর্বত্র গতকাল ও আজ (দুই দিন) ধরে অবিরাম গুড়িগুড়ি বৃষ্টি ঝড়ছে। বৃষ্টির কারণে মানুষ একান্ত জরুরী কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। গুড়িগুড়ি বৃষ্টির কারনে নিম্ন আয়ের মানুষ বিশেষ করে ভ্যান, বিক্সা, অকো রিক্সা ও শ্রমিকরা বেকায়দায় পড়েছেন। অনেকে পেটের তাগিদে বৃষ্টি মধ্যে বাধ্য হয়ে রাস্তায় বেড়িয়ে পড়েছেন। বিরতিহীন বৃষ্টি কারণে অসংখ্য গবাদীপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। বাধ্য হয়ে কৃষকগণ বিভিন্ন গাছের ডালপাতা কেটে পশু খাদ্য হিসেবে ব্যবহার করছে।
এদিকে লাগাতার বৃষ্টির কারনে সংস্কারপুর্ন রাস্তা ও নিম্নাঞ্চল পানি জমে চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে। এবং সিলেটের বিভিন্ন উপজেলার খালবিল, ডোবা, খাড়ী, নদী-নালা পানিতে ভরে গেছে। নিম্নাঞ্চলের নদীর পানি বেড়ে যাওয়ায় নিচু জমির ধানগাছ ডুবতে বসেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে শাকসবজির ব্যপক ক্ষতি হয়েছে।
মিলাদুন্নবী উপলক্ষে বিয়ানীবাজারে আলোচনা সভা
সিলেট :: আজ ১০ নভেম্বর রবিবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার আয়োজনে নবী প্রেমিকদের স্বতস্ফূর্তভাবে অংশগ্রহনে বিয়ানীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্টিত হয়েছে।
দুপুর ২টায় বিয়ানীবাজার সরকারী কলেজ প্রাঙ্গন থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষের অংশ গ্রহনে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল র্যালি বের হয়ে বিয়ানীবাজার শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে র্যালি শেষ হয়। র্যালিতে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে রচিত বিভিন্ন কবিতার শ্লোক খচিত রঙ-বেরঙের ফেস্টুন ও প্লেকার্ড বহন করেন তালামীযে ইসলামিয়া সমর্থকরা।
র্যালি থেকে গাওয়া হয় মহানবী (সা.) এর শানে দুরুদ। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আসসালাম- এ রকম অগণিত নাত এর সুমধুর সুর লহরিতে মুখরিত হয়ে ওঠে র্যালি।