মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত-১৬ আহত শতাধিক
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত-১৬ আহত শতাধিক
ব্রাহ্মণবাড়িয়া :: ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত ১৬ আহত শতাধিক ।
তূর্না নিশিথা ট্রেনের চালক সিগন্যাল অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াতউদদৌলা খান।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে আজ মঙ্গলবার সকালে তিনি সংবাদিকদের বলেন, সিগন্যাল অমান্য করে তূর্না নিশিথা ট্রেনটি উদয়ন এক্সপ্রেস ট্রেনের ওপর আছড়ে পড়ে।
‘উদয়ন ট্রেনটি ক্রস করছিল বলে ধীরগতিতে ছিল। দুটো ট্রেন ক্রস করার সময় সম্ভবত সিগন্যালের ভুল বোঝাবুঝিতে একটি ট্রেনের সাথে আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়েছে,’ যোগ করেন তিনি।
এছাড়া, পরিচয় শনাক্তের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং রেল মন্ত্রনালয় থেকে ১ লক্ষ টাকা করে দিয়ে মরদেহ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলকায় দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।