রবিবার ● ১৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সুন্নি কনফান্সে আল্লামা তাহের শাহ : সমাবেশে লাখো জনতার ঢল
রাউজানে সুন্নি কনফান্সে আল্লামা তাহের শাহ : সমাবেশে লাখো জনতার ঢল
আমির হামজা. রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ.) বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন ভাল কাজের জন্য। যারা আল্লাহ ও রাসুল (দ.) নিদ্দেশিত পথ মত চলে ইহকাল ত্যাগ করবেন তারাই পরকালের শান্তি নিশ্চিত করবেন। গতকাল (১৬-নভেম্বর) শনিবার রাউজান উপজেলা উত্তর গাউছিয়া কমিটি আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন সুন্নি কনফারেন্সে এ প্রধান অতিথির বক্তব্যে হুজুর কেবলা এসব কথা বলেন। সন্ধ্যার পর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ.) এখানে এসে প্রথমে রাউজান আর আর এসি উচ্চ বিদ্যালয়ে মহিলাদের বায়েত অনুষ্ঠানে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এরপর তিনি যোগদেন রাউজান কলেজ মাঠে লাখো জনতার সমাবেশে। বিকাল থেকে হুজুর কেবলার আগমনকে ঘিরে মুন্সিরঘাটা, ফকিরহাটসহ কলেজ মাঠ লোকে লোকারণ্য হয়ে পড়ে। কলেজ মাঠেও হাজার হাজার মানুষ হুজুরের বায়েত গ্রহন করেন। রাউজান উপজেলা (উত্তর) শাখা গাউসিয়া কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরীর সভাপতিত্বে ও মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী ও আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসানের সঞ্চালনায় এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ), ও শাহাজাদা সৈয়দ মুহাম্মদ হামিদ শাহ (মা.জি.আ.)। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সহ সভাপতি আলহাজ মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুনায়দে কবির সোহাগ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাজী আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার ইসলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, পৌরসভার প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ, আঞ্জুমানের জয়েন্ট সেক্রেটারী আলহাজ সিরাজুল হক, আলহাজ শামসুদ্দিন, গিয়াস উদ্দিন শাকের, অধ্যাপক কাজী শামসুর রহমান, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদ চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, আরব আমিরাত গাউছিয়া কমিটির সেক্রেটারি আলহাজ জানে আলম, গাউছিয়া কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, শায়খুল হাদিস কাজী মঈনুদ্দিন আশরাফি, মাওলানা জসিম উদ্দিন আজহারি, অধ্যক্ষ রফিক আহমদ ওসমানী, অধ্যক্ষ মারেফাতুন নুর, মাওলানা আহমদ উল্লাহ, ফোরকান, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রকৌশলী নুরুল আজিম, তাওহিদুল আলম, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, বাবুল মিয়া মেম্বার, আবদুল্লাহ আল মামুন, কাউন্সিলর জানে আলম জনি, শওকত হোসেন, মাওলানা ইব্রাহিম নঈমী, অধ্যক্ষ আবু জাফর, শাহাজাহান ইকবাল, সৈয়দ হোসেন কোম্পানী, অধ্যক্ষ আবু মোস্তাক আল কাদেরী, কামরুল আহসান চৌধুরী, কমর উদ্দিন সবুর, হাবিব উল্লাহ মাস্টার, আবু ইউচুপ চৌধুরী, সৈয়দ মুহাম্মদ হোসেন, উপজেলা গাউসিয়া কমিটি দক্ষিণের সভাপতি আবু বক্কর সওদাগর, সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ। এর আগে দুপুরে আওলাদে রসুল(সাঃ) আল্লামা তাহের শাহ’র (ম:জি:আ:) দুই শাহজাদাকে নিয়ে উপজেলার নোয়াজিশপুর তৈয়্যবিয়া তাহেরীয়া মিনা আকবর মাদরাসা হেফজ ও এতিমখানার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। নোয়াজিষপুর ইউপি চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে এখানে প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি ওবায়দুল হক নঈমী। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সি.সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহসিন,বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার। মাদরাসা প্রতিষ্ঠাতা প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ ফরিদুল আলমের ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন হাটহাজারীর গাউছিয়া আজিজিয়া জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মোহাম্মদ শাহ্ মাছরুফ কাদেরী, মিনা আকবর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবুল বশর মাইজভান্ডারী। উদ্বোধক ছিলেন ফটিকছড়ির শামসুল উলুম সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ হারুন উর রশিদ নক্সবন্দী।