মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » অবশেষে ভেঙ্গে গেল কর্নেল অলি’র নেতৃত্বাধীন এলডিপি
অবশেষে ভেঙ্গে গেল কর্নেল অলি’র নেতৃত্বাধীন এলডিপি
ঢাকা :: অবশেষে ভেঙ্গে গেল কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলীয় প্রধান অলিকে বাদ দিয়েই নয় সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছেন বিদ্রোহীরা। আজ সোমবার ১৮ নভেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন আবদুল করিম আব্বাসী। আর মহাসচিব হয়েছেন শাহাদাত হোসেন সেলিম। খুব শিগগিরই বর্ধিত সভা করে এলডিপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।
গত ৯ নভেম্বর ২০৩ সদস্য বিশিষ্ট দলের জাতীয় নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করে এলডিপি। সাত মাস ধরে দলের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকার অভিযোগে এই কমিটিতে সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে রাখা হয়নি।
নতুন কমিটিতে সেলিমের ‘সম্মানজনক’ পদ না থাকায় তার অনুসারীরা ভীষণ রকম ক্ষুব্ধ হন। কর্নেল অলির বিরুদ্ধের স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সেলিমের সঙ্গে একজোট হন এলডিপির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক হুইপ আবু ইউসুফ খলিলুর রহমান, সাবেক সংসদ সদস্য আব্দুল করিম আব্বাসী, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ ও সাবেক সংসদ সদস্য আব্দুল গণি। এর মধ্যে গত শনিবার রাজধানীর উত্তরায় বৈঠক করেন অলিবিরোধী নেতারা। সেই বৈঠকেই নতুন কমিটি করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপর থেকেই এলডিপিতে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
২০০৬ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কর্নেল অলি আহমেদ ও বিএনপির আরও ২৪ মন্ত্রী-এমপি এক হয়ে দলটি গঠন করেন। ২০০৭ সালে আদর্শগত কারণে এলডিপি থেকে বেরিয়ে যায় বিকল্প ধারা। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে অবস্থান করে এলডিপি। কিন্তু ২০০৮ এর নির্বাচনের আগে এলডিপি মহাজোট থেকে বের হয়ে আসে এবং স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়। ওই নির্বাচনে ১৮টি আসনে প্রার্থী দিয়ে মাত্র একটি আসনে জয়লাভ করে। চট্টগ্রাম-১৩ আসনে জয়ী হন দলের সভাপতি অলি আহমদ। ২০১২ সালে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে যোগ দেয় এলডিপি। এই জোট ২০ দলীয় জোটে বর্ধিত হওয়ার পর বেশ কিছুদিন এর সমন্বয়কের দায়িত্ব পালন করেন কর্নেল অলি । একাদশ সংসদ নির্বাচনে জোটের ভরাডুবির পর গত জুনের শেষ দিকে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ নামে নতুন আরেকটি জোট গঠন করেন তিনি।
সূত্র : বিএনএ