বুধবার ● ২০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » দুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানার সন্ধান : ২৫টি অস্ত্রসহ ডাকাত সর্দার আলমগীর আটক
দুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানার সন্ধান : ২৫টি অস্ত্রসহ ডাকাত সর্দার আলমগীর আটক
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে একটি দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা সন্ধান পান পুলিশ। এতে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা পুলিশ ও রাউজান থানা পুলিশের একটি বিশেষ দল। আজ ২০ নভেম্বর বুধবার ভোরে গোপন সূত্রের এই অভিযান চালিয়ে রাবার বাগান সংলগ্ন ঘেড়া সামশু টিলা নামক ওই পাহাড়ী এলাকায় ডাকাত সর্দার মো. আলমগীরকে আটক করেন। পুলিশ ওই অস্ত্র কারখানা থেকে অন্তত ২৫টি দেশিয় তৈরি অস্ত্র উদ্ধার করেন পুলিশ। এসময় ডাকাত দলের সাথে পুলিশের গুলাগুলি হলে আহত হয় রাউজান থানার ওসিসহ আরোও ৪ জন পুলিশ সদস্য। এতে আহত হয় ওসি কেপায়েত উল্লাহ, এসআই সাইফুল, কনষ্টেবল মো: হামিদ ও কামাল।
এবিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ বলেন, গোপন সংবাদের মাধ্যমে গভীর রাতে রাউজান রাবার বাগান এলাকার একটি দুর্গম পাহাড়ি এলাকায় জেলা পুলিশসহ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি ডাকাত দলেল সদস্যারা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছুঁড়তে থাকে, এসময় পুলিশের প্রাণ বাঁচাতে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় আটক করা হয় মো. আলমগীর ডাকাতকে তার সাথে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ১০ শর্টগান, গ্যাসগান অস্ত্র ১টি, পাইপ গান ৬টি, ম্যাগজিন ১টি, কার্তুজ ৭টি, কার্তুজের খোসা ৭টি একনলা বন্দুসহ অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা পুলিশ। গ্রেফতারকৃত আলমগীর ওই র্শীষ সন্ত্রাসী বিধান বড়ুয়া ও ক্রসফায়ারে নিহত জানে আলমের সহযোগী। তার নামে রাউজান থানায় ৫টি ডাকাতি মামলা, ২টি হত্যা মামলা, ও চাঁদাবাজিসহ আরোও ১৭টি মামলা রয়েছে।
চুয়েটের ১১৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সিন্ডিকেট কমিটির ১১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ নভেম্বর বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের চেয়ারম্যান ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভায় সিন্ডিকেট সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হক, চুয়েটের ইনস্টিটিউট অফ কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. হযরত আলী, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম্স বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত সদস্য (উন্নয়ন) মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমেদ চৌধুরী (অবসরপ্রাপ্ত) এবং চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর। এ সময় আরো উপস্থিত ছিলেন সিন্ডিকেটের সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী। সভার শুরুতে সিন্ডিকেটের নতুন সদস্য যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনার শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।