সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » আজ শেখ হাসিনার ৬৯তম জন্মদিন
আজ শেখ হাসিনার ৬৯তম জন্মদিন
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম :: ২৮ সেপ্টেম্বর : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের পাঁচ সন্তানের মধ্যে প্রথম। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সেখানেই জন্মদিন উদযাপন করবেন তিনি। এছাড়া, জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৬৯তম শুভ জন্মদিন পালন করার জন্য আওয়ামী লীগের সকল শাখা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশন উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে ফুলের তোড়া উপহার ও তাকে শুভেচ্ছা জানানো হবে। এছাড়াও বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে এবং প্যাগোডা, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আওয়ামী লীগ বিভিন্ন এতিমখানাসহ দুস্থদের মাঝে খাবার বিতরণ করবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪টায় ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয় টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) নির্বাচিত হওয়ার পর তার পরিবারকে ঢাকায় স্থানান্তর করেন। শেখ হাসিনা ভর্তি হন টিকাটুলির নারীশিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে। ১৯৬৫ সালে শেখ হাসিনা আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ১৯৬৭ সালে ঢাকার বকশীবাজারের পূর্বতন ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ (বর্তমান বদরুননেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে এইচএসসি পাস করেন। সে বছরই ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কলেজে অধ্যয়নকালে তিনি কলেজ ছাত্রী সংসদের সহ-সভানেত্রী পদে নির্বাচিত হন। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করায় কিশোরী বয়স থেকেই শেখ হাসিনার রাজনীতিতে পদচারণা। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগের নেত্রী হিসেবে তিনি আইয়ুব-বিরোধী আন্দোলন এবং ৬ দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কারাবন্দি পিতা বঙ্গবন্ধুর আগ্রহে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার সঙ্গে ১৯৬৮ সালে শেখ হাসিনার বিয়ে হয়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সেনাবাহিনীর কিছু বিপথগামী ও উচ্ছৃঙ্খল সদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হন। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ১৯৮১ সালের ১৩-১৫ই ফেব্রুয়ারি আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে আওয়ামী লীগের সভাপতি মনোনীত করা হয়। এরপর একই বছরের ১৭ই মে দেশে ফিরে তিনি আওয়ামী লীগের হাল ধরেন। দীর্ঘ ১৬ বছর ধরে সামরিক জান্তা ও স্বৈরশাসনের বিরুদ্ধে চলে তার একটানা সংগ্রাম। ১৯৯৬ সালের ১২ই জুনের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের মধ্য দিয়ে শেখ হাসিনা প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠ দলের নেত্রী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় ও ২০১৪ সালের ৫ই জানুয়ারি তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ২০০৭ সালের ১৬ই জুলাই তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। জাতীয় সংসদ এলাকায় একটি অস্থায়ী কারাগারে তাকে বন্দি করে রাখা হয়। পরবর্তীকালে দেশী-বিদেশী চাপে শেখ হাসিনাসহ রাজনৈতিক নেতাদের মুক্তি দিতে বাধ্য হয় সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। বর্ণাঢ্য সংগ্রামমুখর জীবনের অধিকারী শেখ হাসিনা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের নয় মাস গৃহবন্দি থেকেছেন। সামরিক স্বৈরশাসনামলেও বেশ কয়েকবার তাকে কারা ভোগ ও গৃহবন্দি থাকতে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি, গণতন্ত্র, স্বাস্থ্য ও শিশু মৃত্যুর হার হ্রাস, তথ্য-প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন, উন্নয়ন এবং দেশে ও জাতিতে জাতিতে সৌভ্রাতৃত্ব ও সমপ্রীতি প্রতিষ্ঠার জন্য অসংখ্য মর্যাদাপূর্ণ পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন। সম্প্রতি জাতিসংঘের ৭০তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি পুরস্কারে ভূষিত হয়েছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা এবং বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যুগান্তকারী উদ্যোগের জন্য আইটিইউ পুরস্কারে ভূষিত করা হয়।
এদিকে রাঙামাটি জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন পালনের জন্য বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন বলে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর জানিয়েছেন ।
ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ প্রদর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হাসানুল হক ইনু , বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন(বনপা)সভাপতি শামসুল আলম স্বপন,জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক প্রযুক্তিবিদ ড. জানে আলম আবিদ,রাঙামাটি অনলাইন প্রেস ক্লাব ও সিএইচটি মিডিয়া টুযেন্টিফোর ডটকম পরিবার ।
আপলোড : ২৮ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় :রাত ১.০৬ মিঃ