বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » সমাবর্তনের জন্য চুয়েটে হেলিকপ্টার মহড়া
সমাবর্তনের জন্য চুয়েটে হেলিকপ্টার মহড়া
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ৪র্থ সমাবর্তন-২০১৯ আগামী আগামী ০৫ ডিসেম্বর (বৃহস্পতিবার), অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চুয়েটের মাননীয় চ্যান্সেলর জনাব মোঃ আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে চুয়েট প্রশাসন। এ উপলক্ষ্যে গতকাল ২৭ নভেম্বর (বুধবার), বেলা সাড়ে ১২ ঘটিকায় চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে স্থাপিত হেলিপেডে এক হেলিকপ্টার মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় ৪র্থ সমাবর্তন-২০১৯ এর স্টিয়ারিং কমিটির সভাপতি ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ও সমাবর্তন আয়োজন সংশ্লিষ্টরা হেলিকপ্টার অবতরণস্থলে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে চুয়েট ক্যাম্পাসের অভ্যন্তরে একাধিক হেলিপেড তৈরি করা হয়েছে।
চুয়েটে শীর্ষক শর্টকোর্সের সনদপত্র বিতরণ
রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সেন্টার ফর রিভার, হারবার এন্ড ল্যান্ড-স্লাইড রিসার্চ (সিআরএইচএলএসআর)-এর উদোগ্যে ভৌগলিক তথ্যব্যবস্থা পদ্ধতি নিয়ে ‘জিআইএস ও এর প্রয়োগ’ (এওঝ ধহফ ওঃং অঢ়ঢ়ষরপধঃরড়হ) শীর্ষক শর্টকোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ২৭ নভেম্বর (বুধবার), বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ড. আয়শা আখতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লেঃ কর্ণেল সোহেল আহমেদ এবং চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেন্টারের গবেষণা সহকারী অধ্যাপক আহাদ হাসান তানিম। শর্টকোর্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রায় অর্ধ-শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।