শনিবার ● ৩০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ১৭ দফা দাবিতে গাইবান্ধায় সিপিবির পদযাত্রায়
১৭ দফা দাবিতে গাইবান্ধায় সিপিবির পদযাত্রায়
ষ্টাফ রিপোর্টার :: জনগনের ভোটাধিকার নিশ্চিতকরণ, কলেজ বিশ্ববিদ্যালয় দখলমুক্ত, সড়কে মৃত্যুর মিছিল বন্ধ ও ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী অসমচুক্তি বাতিলসহ ১৭ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিপিবি গাইবান্ধা জেলা কমিটি আজ শনিবার পদযাত্রা সম্পন্ন করে। জেলায় ৮০ কিলোমিটার পদযাত্রা শেষে গাইবান্ধা শহরের শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে এ পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।
পদযাত্রার শেষদিনে সদর উপজেলার খোলাহাটি, হাশেমবাজার, মাঠবাজার হয়ে ১০ কিলোমিটার পদযাত্রায় ৩টি পথসভা করে শহরের শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়। পরে শহীদ মিনারে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জেলা সভাপতি মিহির ঘোষ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, সদর উপজেলা শাখার সভাপতি ছাদেকুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে পদযাত্রাকালে সিপিবির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খানসহ পার্টির নেতাকর্মীদের উপর ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভোটার বিহীন নির্বাচনে জয়ী এই সরকার জনবিচ্ছন্ন হয়ে পড়েছে, তাই এখন মানুষের মৌলিক অধকিার মিছিল, মিটিং দেখলেও সহ্য করতে পারছেনা। তারা আরও বলেন,রাতের অন্ধকারে ভোট ছিনতাই করে আওয়ামী লীগ সরকার এখন ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। তার সহযোগি সংগঠন আওয়ামী যুবলীগ,ছাত্রলীগ ক্রাইম চক্র সিন্ডিকেট তৈরি করে ক্যাসিনো বানিজ্যসহ টেন্ডারবাজি, চাঁদাবাজি চালিয়ে দেশকে লুটপাটের রাজত্বে পরিনত করেছে।
গত ১১ নভেম্বর সদর উপজেলার কাবিলের বাজার থেকে এই পদযাত্রার শুরু হয়। গত বিশ দিনে জেলার সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় সমস্যার দাবি নিয়ে পদযাত্রা করা হয়।
গাইবান্ধায় জাতীয় যুব জোটের সম্মেলন
গাইবান্ধা ::জাতীয় যুব জোট গাইবান্ধা জেলা শাখার সম্মেলন আজ শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কর্ণেল তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।
জাতীয় যুব জোটের জেলা সভাপতি এসএম খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সপাদক সুজন প্রসাদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় যুব জোটের কেন্ত্রীয় সভাপতি রোকনুজ্জামান রোকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক স¤পাদক প্রদীপ কুমার রায়, জেলা জাসদের সাধারন স¤পাদক গোলাম মারুফ মনা, সহ-সভাপতি জিয়াউল হক জনি, যুগ্ম স¤পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সিরাজগঞ্জ জাসদের সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ আহমেদ, বগুড়া জাসদের সাধারণ এমদাদ আহমেদ, জেলা যুবজোট সহ-সভাপতি আনোয়ার পারভেজ, দুর্লভ প্রধান, মোসাদ্দেকুল ইসলাম আদনান, রফিকুল ইসলাম মিলন প্রমুখ। বক্তারা সরকারী কাজে অপচয় অপব্যয়-দুর্নীতি-লুটপাট বন্ধ, বেকারদের কাজ ও চাকুরীর ব্যবস্থা এবং বেকার ভাতা চালু করার দাবি জানান।
গাইবান্ধায় অগ্নিকান্ডে সাতটি গরু পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি
গাইবান্ধা ::গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের গোবিন্দনগর মধ্যপাড়া গ্রামে একটি গরুর খামারে অগ্নিকান্ডের ঘটনায় সাতটি গরু আগুনে আগুনে পুড়ে মারা গেছে। এতে খামারটি সম্পূর্ণ ভষ্মিভূত হওয়ায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ওই গ্রামের আয়েত আলী আকন্দের ছেলে সৌদি প্রবাসী শহীদুল ইসলামের নিজ বাড়িতে স্থাপিত গরুর খামারে শুক্রবার গভীর রাতে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাড়ীর লোকজন কোন কিছু বুঝে ওঠার আগেই খামারের গোয়াল ঘরটি আগুনে সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়। ক্ষতিগ্রস্ত খামার মালিক শহীদুল ইসলামের পরিবার দাবী করেছে পূর্ব কোন শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনায় ৭টি গরু পুড়ে মারা যায়।
এ অগিকান্ডের ঘটনায় আজ শনিবার সকালে গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।