সোমবার ● ৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু
আত্রাইয়ে ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ন্যায্যমূল্যে টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।
আত্রাইয়ে আনুষ্ঠানিক টিসিবির পেয়াঁজ বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভ’মি) আরিফ মুর্শেদ মিশু।
আজ সোমবার সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সম্মূখে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ভবানীপুর বাজারের ডিলার মেসার্স এএন্ডএস ট্রেডিং এর মালিক শ্রী সুপবিত্র ঘোষ ন্যায্যমূল্যে এ পেয়াঁজ রোববার সন্ধ্যায় নিয়ে আসেন।
এদিকে লাগামহীন পেয়াজ টিসিবির ন্যায্য মূল্যে বিক্রির খবরে সকাল ৯টা থেকেই ভবানীপুর বাজার এলাকায় ভীর করতে শুরু করেন ভুক্তভোগী ক্রেতা সাধারণ।
এসময় জনপ্রতি বরাদ্দ ১ কেজি করে পেয়াজ সংগ্রহে নারী পুরুষের দীর্ঘ লাইন চোখে পরে।
এ সময় শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবু, আত্রাই প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মজিদ মল্লিক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, এএসআই নজরুল ইসলাম, ইউপি সদস্য মোসলেম উদ্দিন, জালাল উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
টিসিবির ন্যায্যমূল্যের পেয়াজ বিতরণের ব্যপারে সহকারী কমিশনার (ভূমি) আরিফ মুর্শেদ মিশু বলেন, টিসিবির উধ্বর্তন কর্তৃপক্ষেরর সাথে কথা হয়েছে। পর্যাপ্ত পেয়াঁজের মজুদ রয়েছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন টিসিবি দোকানে ন্যায্যমূলে পেয়াঁজ বিক্রয় হবে।