সোমবার ● ৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গুনীজন » অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ সোমবার ৯ ডিসেম্বর এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. অজয় রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ তার এক বরেণ্য সন্তানকে হারিয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, প্রয়াত অজয় রায় ছিলেন প্রগতিশীল, মুক্তমনা, দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ একজন মানুষ। মুক্তিযোদ্ধা এই অধ্যাপক সারাজীবন এদেশের মুক্তিকামী মানুষের গণতান্ত্রিক আকাঙ্খাকে ধারণ করেছেন।
তাঁর মৃত্যুতে দেশের শিক্ষাঙ্গণ এক মহান শিক্ষাবিদকে হারিয়েছেন। তার শুন্যতা সহজে পূরণ হবার নয়। তার পুত্র অভিজিৎ রায়ের নৃশংস হত্যাকান্ডের পর তিনি যে দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছেন তা একটি বিরল ঘটনা। মৃত্যুর আগে তিনি তার পুত্রের হত্যাকান্ডের বিচার দেখে যেতে পারেননি।
বিবৃতিতে তিনি প্রয়াত অজয় রায়ের স্মৃতির প্রতি গভীর সম্মান জ্ঞাপন করেন এবং তার পরিবার ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।