সোমবার ● ৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বেগম রোকেয়া দিবস পালন
গাজীপুরে বেগম রোকেয়া দিবস পালন
স্টাফ রিপোর্টার :: “নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়ার ১৩৯তম জন্ম ও ৮৭তম মৃত্যুদিবস উপলক্ষে গাজীপুরে বেগম রোকেয়া দিবস-২০১৯ পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ ৯ ডিসেম্বর সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাট মন্দিরে আলোচনা সভা, নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম।
জাতীয় মহিলা সংস্থা’র গাজীপুর জেলা কর্মকর্তা শাহনাজ পারভীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট রীনা পারভীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা গাজীপুর জেলা শাখার চেয়ারম্যান নেজবাহার বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা জুলি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের উপপরিচালক শাহানাজ আক্তার।
অনুষ্ঠান শেষে নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। গাজীপুর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর গাজীপুর ও জাতীয় মহিলা সংস্থা গাজীপুর এর আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন করা হয়।
গাজীপুরে টিসিবি’র পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে
গাজীপুর :: গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক তত্তাবধানে ও গাজীপুর জেলা বাজার কর্মকর্তা আবদুছ ছালামের মনিটরিং এ গাজীপুর টাউনের উনিশে চত্তর (মুক্তমঞ্চ), ভাওয়াল রাজবাড়ি মাঠ ও থানা কাউন্সিলের সামনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
এছাড়াও মশুর ডাল ৫০ টাকা কেজি, চিনি ৫০ টাকা কেজি ও সয়াবিন তেল ৮০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে।
গাজীপুর জেলা বাজার কর্মকর্তা আবদুছ ছালাম আজ ৯ ডিসেম্বর সোমবার সকালে জানান, কয়েকদিন যাবত উক্ত স্থানে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত টিসিবি’র পেঁয়াজ, মশুর ডাল, চিনি ও সয়াবিন তেল ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে। এ বিক্রি প্রতিদিন অব্যাহত থাকবে।