মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ময়মনসিংহ » দেশ স্বাধীন না হলে মর্যাদাশীল চেয়ারে বসা কারো পক্ষে সম্ভব হতো না : মেয়র ছাত্তার
দেশ স্বাধীন না হলে মর্যাদাশীল চেয়ারে বসা কারো পক্ষে সম্ভব হতো না : মেয়র ছাত্তার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: আমরা মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম বলেই আজ স্বাধীন দেশে নবীন প্রজন্মরা সরকারী চাকুরী নিয়ে মর্যাদাশীল চেয়ারে বসে জীবন জীবিকা নির্বাহ করছেন। দেশ স্বাধীন নাহলে পরাধীন দেশে এতো শিক্ষা প্রতিষ্ঠান হতো না শিক্ষিত জাতিও গড়ে উঠতো না। এসব সুযোগ সৃষ্টি হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে দেশের দামাল ছেলেরা মুক্তিযোদ্ধ করে দেশ স্বাধীন করার ফলে। কিন্তু অতীব দুঃখের বিষয় দেশ স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন তাদের স্বরণ করতে বিশেষ দিবস গুলোতে প্রশাসনের উপস্থিতি ও সহযোগিতা না থাকা খুবই দুঃখজনক। সোমবার উপজেলা পরিষদ চত্বরে ঈশ্বরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী উত্তর আলোচনা সভায় র্যালীতে যোগদানকারী সর্বস্তরের জনতার উদ্যেশ্যে সভাপতির বক্তব্যে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার এসব কথা বলেন। বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে জাতির বীর সন্তানদের স্বরণ রাখার ধারা অব্যহত রাখতে নব প্রজন্মদের এগিয়ে আসার আহবান জানান। আলোচনা সভায় যুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক বজলুর রহমান প্রমুখ।
ঈশ্বরগঞ্জে মসজিদে চুরি
ঈশ্বরগঞ্জ :: ঈশ্বরগঞ্জ থানার পাশে বড় মসজিদে চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত রাতে থানা ও সিনিয়র জজ আদালত সংলগ্ন বড় মসজিদের দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে চোর প্রবেশ করে মসজিদের ১৭ টি দান বাক্সের তালা ভেঙ্গে নগদ অর্থ, ২ টি এমিপ্লিয়ার, ১টি চ্যানেল বোর্ড সহ প্রায় ৩০ হাজার টাকা চুরি সংঘটিত হয় বলে মসজিদের মোয়াজ্জিন হাফেজ রফিকুল ইসলাম জানান। এব্যাপারে ওসি তদন্ত জয়নাল আবেদীন জানান, মসজিদ কমিটির পক্ষ থেকে থানায় এজহার দায়ের করা হয়েছে। চুরির ঘটনায় তদন্ত চলছে।