মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বেগম রোকেয়া দিবসে জয়িতাকে সংবর্ধনা
আত্রাইয়ে বেগম রোকেয়া দিবসে জয়িতাকে সংবর্ধনা
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মহিলা বিষয়ক অফিস ২ জন জয়িতাকে সংবর্ধনা দেয়।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিস আত্রাই এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক আলোচনা অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অনৈতিক ভাবে সাফল্য অর্জনের জন্য শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য সফল জননী হিসাবে সাফল্য অর্জনের জন্য/ নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার জন্য/ সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা স্বরুপ নন্দ সরকার ও মোছা: নাসিমা বিবিকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
পরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে ইউএনও মো. ছানাউল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন।
অন্যদেরমধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এএফএম মুনসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ফেরদৌসী আরা, অধ্যক্ষ গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অফিসার মো. ফজলুল হক।
আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জনসচেতনতা সৃস্টির লক্ষে র্যালী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিটি।
সোমবার সকালে উপজেলা আমচত্ত্বর হতে উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক ও ইউএনও মো. ছানাউল ইসলাম এর নেতৃত্বে বর্ণাঢ র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে ইউএনও মো. ছানাউল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি এএফএম মুনসুর রহমান।
অন্যদেরমধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,মহিলা বিষয়ক অফিসার মো. মোয়াজ্জেম হোসেন, ফেরদৌসী আরা, অধ্যক্ষ গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অফিসার মো. ফজলুল হক।