মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রতিবন্ধীদের স্বপ্ন পূরণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন ঈশ্বরগঞ্জ ইউএনও
প্রতিবন্ধীদের স্বপ্ন পূরণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন ঈশ্বরগঞ্জ ইউএনও
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধীর স্বপ্ন পূরণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে রুমানা তুয়া। গকাল সোমবার রোকেয়া দিবস উপলক্ষে নিজ কার্যালয়ে নিজস্ব অর্থায়নে হতদরিদ্র পরিবারের বাবা-মা হারা প্রতিবন্ধী মারুফা আক্তার(১৫) এর হাতে একটি সেলাই মেশিন তুলে দিয়ে প্রতিবন্ধীর স্বপ্ন পূরণ করলেন ইউএনও। অপর দিকে উপজেলার মগঠুলা ইউনিয়নের বৈরাটি গ্রামের প্রতিবন্ধী শিউলীর(১৫) চলাফেরার সুবিধার্থে হুইল চেয়ার প্রদান করেন। জানা গেছে, উপজেলার জাটিয়া ইউনিয়নের থুলিয়াটি গ্রামের মৃত ফজলুল হক ফকিরের শারীরিক প্রতিবন্ধী কন্যা মারুফা দিনমজুর ভাইয়ের সংসারে বোঝা না হয়ে নিজে কিছু করতে চাচ্ছিল। স্বচ্ছলতা না থাকায় তার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। স্থানীয় সাংবাদিকের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ইউএনও মারুফার স্বপ্ন পূরণে এগিয়ে আসেন। সেলাই মেশিন পেয়ে মারুফা বলেন, আমার দীর্ঘদিনের আশা পূরণ করলেন ইউএনও ম্যাডাম। ইউএনও উম্মে রুমানা তুয়া বলেন, প্রতিবন্ধী মারুফা যদি এই সেলাই মেশিনের মাধ্যমে উপার্জন করতে সক্ষম হয়,নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলেই আমার এই প্রচেষ্টা স্বার্থক হবে। আর প্রতিবন্ধী শিউলীর চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ার দেয়া হয়েছে।