শনিবার ● ১৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » পাবনায় শ্রেষ্ঠ শিক্ষিকা সুলতানা লিজা
পাবনায় শ্রেষ্ঠ শিক্ষিকা সুলতানা লিজা
পাবনা প্রতিনিধি :: পাবনার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন ফেরদৌসী সুলতানা লিজা।
প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ জেলা পর্যায়ের যাচাই-বাচাই কমিটির সভাপতি পাবনার ডিসি কবীর মাহমুদ এক চিঠিতে এ তথ্য জানান।
ফেরদৌসী সুলতানা লিজা জেলার সুজানগর পৌরসভার চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
সুজানগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাউয়ুম জানান, ফেরদৌসী সুলতানা লিজা সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ডিজিটাল ক্লাসরুম পরিচালনায় দক্ষতা দেখিয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) আওতায় উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (ইউআইটিআরসিই) মাস্টার ট্রেইনার। বিগত বছরগুলোতে দক্ষতার সঙ্গে অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দিয়েছেন তিনি। উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হওয়ার পর জেলায়ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছেন এ শিক্ষিকা।
চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরদার রাজু আহমেদ জানান, বিদ্যালয়ের শিক্ষিকা ফেরদৌসী সুলতানা লিজা জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকারা আনন্দিত। এ বিদ্যালয়ে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা কাটিয়ে তোলার চেষ্টা করেন তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনসুর রহমান বলেন, যাচাই-বাচাই করে শিক্ষাগত যোগ্যতা, বিষয়ভিত্তিক জ্ঞান, দায়িত্ববোধ, শৃংখলা, অভিজ্ঞতা, সময়ানুবর্তিতা, সৃজনশীল উদ্যোগ, শ্রেণিকক্ষে পাঠদান, বিদ্যালয়ে কাজের দক্ষতা, আর্থিক শৃঙ্খলাসহ শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় ফেরদৌসী সুলতানা লিজাকে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত করা হয়েছে।
পাবনার সাঁথিয়ার মিয়াপুর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ফেরদৌসী সুলতানা লিজা এস এস সি ও এইচ এস সি পাস করেন। এরপর সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বি.এস.এস ও এম.এস.এস সম্পন্ন করেন। পরবর্তীতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এম.এ সম্পন্ন করেন। তিনি ডি.পি.এড কোর্সও সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন।
পত্রিকা এজেন্ট উপেন্দ্রনাথ কুন্ডু বারুর মৃত্যু
চাটমোহর :: পাবনার চাটমোহর পৌর সদরের নতুন বাজার এলাকার বাসিন্দা “কুন্ডু বুক স্টল”-এর সত্ত্বাধিকারী উপেন্দ্র নাথ কুন্ডু ওরফে বারু (৭৫) মৃত্যু বরণ করেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে নিজ বাড়িতে হৃদ রোগে আক্রান্ত হন তিনি। স্বজনরা তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রায় ৫০ বছর যাবত তিনি পত্রিকা ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি দুই স্ত্রী তিন ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চাটমোহরে কর্মরত সকল সাংবাদিক, পত্রিকা সম্পাদক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।