সোমবার ● ১৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে বন বিভাগের নাকের ডগায় জোত পারমিট বিহীন গাছ কাটছে চোরাকারবারীরা
বান্দরবানে বন বিভাগের নাকের ডগায় জোত পারমিট বিহীন গাছ কাটছে চোরাকারবারীরা
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের সুয়ালক ইউনিয়নের নবনির্মিত বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মেইন সড়কের কাছে বন বিভাগের সোয়ালক বিটের ফরেস্টারদের নাকের ডগায় পারমিট বিহীন গাছ কাটছে স্থানীয় কয়েকজন চোরাকারবারি। তারা দিন দুপুরে বন বিভাগের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে সন্ত্রাসী কায়দায় পারমিট ছাড়া সেগুন, গামারি গাছসহ নানা প্রজাতির গাছ কেটে পাচার করে আসছে। রবিবার দুপুরে সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় সরেজমিনে পরিদর্শন কালে স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করে জানান, সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কাইচতলী এলাকার দাঙ্গাবাজ গোষ্ঠী ক্ষেত প্রভাবশালী বুলু মেম্বারের ছেলে মো. ফিরোজ গং ও পার্শ^বর্তী সাতকানিয়া উপজেলার বড়দুয়ারা এলাকার চোরা কারবারি ও প্রকাশ সন্ত্রাসী গফুর দীর্ঘদিন ধরে ওই এলাকায় বান্দরবান বন বিভাগের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে জোত পারমিট না করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে গাছ কেটে দিন-দুপুরে নিয়ে যাচ্ছে। আর তাদেরকে সহযোগিতা করছে বান্দরবান বন বিভাগে কর্মরত অসাধু বন কর্মকর্তারা।
এদিকে এই বিষয়ে জানতে চাইলে চোরাকারবারি মো. ফিরোজ বলেন, আমরা টাকা দিয়েই গাছ বাগান কিনেছি। জোত পারমিট আমরা বুঝিনা তবে বনবিভাগের সাথে আমাদের যোগাযোগ আছে এবং তাদেরকে ম্যানেজ করেই আমরা এসব করছি। পরে আরেক চোরাই কাঠ ব্যবসায়ী সন্ত্রী গফুরকে বারবার ফোন করা হলেও তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে বান্দরবান সদর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ওই এলাকাটি বান্দরবান সদর রেঞ্জের আওতায় হলেও জোত পারমিট এর জন্য কেউ আবেদন করে নাই। তবে আমি এই সপ্তাহে বান্দরবান সদর রেঞ্জ কর্মকর্তার পদ থেকে বদলি হয়ে গেছি। তাই আমার করার কিছু নাই।