রবিবার ● ২২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » অন্যের রক্ত নিয়ে বেঁচে থাকতে হচ্ছে রিমাকে
অন্যের রক্ত নিয়ে বেঁচে থাকতে হচ্ছে রিমাকে
পাবনা প্রতিনিধি :: ১৮ বছর ধরে অন্যের রক্তে বেঁচে আছেন পাবনার ভাঙ্গুড়ার রাঙ্গালিয়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিমা আক্তার(২২)। জন্মের মাত্র চার বছর পরই থ্যালাসেমিয়া ধরা পরে এ তরুণীর।
২০০১ সাল থেকে প্রতি মাসে এক ব্যাগ করে বি-পজিটিভ রক্ত প্রয়োজন হয় রিমার। কোনো মাসে রক্ত পেতে দেরি হলে মাথা ঘোরা, ঝাপসা দেখা, শরীরে শক্তি না পাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই আগে থেকেই রক্তের ব্যবস্থা করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের কাছে সাহায্য চান রিমা।
রিমার বাবা আব্দুর রহিম বলেন, আমার ১ ছেলে ১ মেয়ে। ছেলে বড় এসএসসি পর্যন্ত পড়ালেখা করে ঢাকায় একটি গার্মেন্সে চাকরী করে। একমাত্র মেয়েকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করিয়েছি দিনমুজরে কাজ করে। চার বছর বয়সেই রিমার থ্যালাসেমিয়া ধরা পড়ে। সেই থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিয়মিত ওষুধ আর রক্ত দেয়া ছাড়া রিমার বেঁচে থাকা সম্ভব না। প্রতি মাসে রক্ত না পেলে মুমূর্ষু হয়ে পড়ে রিমা। কিন্তু সবসময় তো রক্ত পাই না। আমার মেয়েকে বাঁচাতে সামর্থ্যবানদের কাছে সাহায্য চাই।
রিমা আক্তারের রক্তের গ্রুপ ‘বি’পজিটিভ। তাকে রক্তদান ও অন্যান্য সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন ০১৭২৫-৮৭১৪৫৭ নম্বরে।