সোমবার ● ২৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামটিতে চেম্বার অফ কমার্স ও জেলা পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
রাঙামটিতে চেম্বার অফ কমার্স ও জেলা পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
রাঙামাটি :: আজ ২৩ ডিসেম্বর সোমবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স ভবনে রাঙামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ হইতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাঙামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, পরিচালক হাজী কামাল উদ্দিন, মনসুর আলী, আলী বাবর, হারুন অর রশিদ মাতব্বর, মো. নিজাম উদ্দিন, উসাং মং, এ্যাডঃ মামুনুর রশীদ মামুন, মনিরুজ্জামান মহসিন রানা, আবুল মনসুর ওবাইদুল্লাহ ও মেহেদী আল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রচন্ড শীত অনুভুত হওয়ায় রাঙামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ত্রাণ তহবিল হতে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি রাঙামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া বলেন, প্রতি বছর শীতকে ঘিরে আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করি যাতে করে দুঃস্থ ও গরীব এসব অসহায় পরিবার সুস্থ ও সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন। তিনি সকল বিত্তবানদের দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান।
রাঙামাটি জেলা পরিষদ হতে বিলাইছড়িতে শীতবস্ত্র বিতরণ
রাঙামাটি :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ দূর্গম বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক গরিব ও অসহায় শীতার্তদের মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার ২৩ ডিসেম্বর সোমবার সকালে বিলাইছড়ি উপজেলা আওয়ামীগ কার্যালয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করেন।
এ সময় বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ শাহীদুল ইসলাম’সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন।
বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, প্রতি বছরই এই শীতের সময়ে কষ্টে কাটে পাহাড়ের প্রত্যান্ত এলাকার মানুষের দিন। ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য দরিদ্র মানুষ আছে যাদের কপালে সামান্য শীতবস্ত্র টুকুও জোটছে না। তিনি বলেন, সরকার ও সমাজের সামর্থ্যবানরাসহ সবাই যদি একটু এগিয়ে আসে, তাহলে এই সমস্যার সমাধান খুব সহজেই করা যায়। একই সাথে বেসরকারি সংস্থা, সামাজিক ও সেবামূলক সংস্থাগুলোও শীতার্ত মানুষের সহায়তার জন্য এগিয়ে আসতে পারে। তিনি বলেন, মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। তাই আসুন এই শীতে মানবিকবোধ থেকে আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, মানুষের দুর্ভোগ কমিয়ে আনতে সাহায্য করি। সামর্থ্যবানদের শীতার্তদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।