সোমবার ● ২৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » পাবনায় ইছামতি নদীর দু’পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাবনায় ইছামতি নদীর দু’পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাবনা প্রতিনিধি :: পাবনায় ইছামতি নদীর দু’পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু। পাবনাবাসীর দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে পাবনা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত ইছামতি নদীর দুই পাড়ের অবৈধ্য স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।
আজ ২৩ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসক কবীর মাহমুদের নেতৃত্বে ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল ইসলামের নেতৃত্বে ইচ্ছামতির এক শক্তিশালী অবৈধ স্থাপনা উদ্ধার অভিযান শুরু হয়। যারা নিজেদের স্থাপনা নিজেরাই সরিয়ে নিচ্ছেন তাদেরকে সাধুবাদ জানিয়েছেন জেলা প্রশাসক।
এ সময় বসতবাড়ী, গাছপালা, দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে পাবনার সাধারন জনগণ।