বুধবার ● ২৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন
বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ক্রিসমাস উদযাপন করা হয়েছে। আজ বুধবার ২৫ ডিসেম্বর সকাল থেকে বান্দরবান শহরের ব্যাপটিস্ট গির্জা ও ফাতেমা রানী গির্জাসহ বিভিন্ন পাড়ার গির্জাগুলোতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রার্থনার উৎসবের মাধ্যমে বড়দিনের অনুষ্ঠান পালন করেন।
জানা যায়, খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেমের এক গোয়ালঘরে যিশুখ্রিষ্টের জন্ম হয়। তাদের বিশ্বাস সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু জন্ম নিয়েছিলেন। এই উপলক্ষে সারাদেশের মতো বান্দরবানের খ্রিস্টান ধর্ম অবলম্বী বম ও ত্রিপুরা সাম্প্রদায়ও আনন্দ উৎসবের মাঝে বড়দিনপালন করেন।
এর আগে গত মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। বড়দিনের উৎসব ঘিরে খ্রিষ্টান সম্প্রদায়ের পরিবারে কেক তৈরিসহ বিশেষ খাবারের আয়োজন করেন। পাহাড়ের বাউল সম্প্রদায় ত্রিপুরা সম্প্রদায় তাদের নিজ নিজ ভাষায় কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আসর আয়োজন করেন। এছাড়াও তারা আত্মীয়স্বজনের বাসায় ঘুরে বেড়াচ্ছেন।
এদিকে, বড়দিন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পাহাড়ের খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতিটি গির্জায় বড়দিনের কেক প্রধান করন এবং বিভিন্ন পাড়ায় গির্জায় পরিদর্শন করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানান।
অন্যদিকে, বড়দিন উপলক্ষে বান্দরবান শহরের বিভিন্ন বান্দরবান জেলা পুলিশের পক্ষ হতে গির্জায় কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।