বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গুনীজন » আগামীকাল ভদন্ত আর্য্যশ্রী মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান
আগামীকাল ভদন্ত আর্য্যশ্রী মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান
রাউজান :: হাটহাজারী উপজেলার মির্জাপুর গ্রামের জন্ম আবাল্য ব্রহ্মচারী, সুকন্ঠের অধিকারী, বিভিন্ন প্রতিষ্ঠানের জনক, শাসন সদ্ধর্মের আত্মত্যাগী, পন্ডিত, হাটহাজারী অঞ্চলের সংঘপ্রধান প্রয়াত ভদন্ত আর্য্যশ্রী মহাস্থবিরের দু’দিনব্যাপি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫ মাস মরদেহ সংরক্ষণের পর হাটহাজারী উপজেলার মির্জাপুর গ্রামের শান্তিধাম বিহার সংলগ্ন চত্ত্বরে মহাসংঘদান ও ধর্মীয় সভার মধ্যে দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম,নিতাই কুমার ভট্টাচার্য মহাব্যবস্থাপক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম। সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ বিচিত্র ধর্মকথিক ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির’সহ দেশ বিদেশের খ্যাতিমান সাংঘিক ব্যক্তিত্ব, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা উপস্থিত থাকবেন।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জ্ঞান রত্ন মহাস্থবির অধ্যক্ষ মির্জাপুর শান্তিধাম বিহার।
আয়োজনের শেষ দিন শুক্রবার ২৭ ডিসেম্বর সন্ধ্যায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় হাটহাজারী অঞ্চলের প্রয়াত সংঘপ্রদান ভদন্ত আর্য্যশ্রী মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত ২২ জুলাই বিকাল ৪ঃ২৫ মিনিটে চট্টগ্রাম রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভদন্ত আর্য্যশ্রী মহাস্থবিরের পরলোক গমন করেন।