শুক্রবার ● ২৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকার আর নেই
গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকার আর নেই
গাইবান্ধা :: গাইবান্ধা-৩ সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মারা গেছেন। আজ শুক্রবার ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাদুল্লাপুর উপজেলা পরিষদর চেয়ারম্যান শাহারিয়া খাঁন বিপ্লব বলেন, ডা. ইউনুস আলী সরকার দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. ইউনুস আলী সরকার ক্ষমতাসীন আওয়ামী লীগের গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের টানা দুইবারের এমপি। তিনি সাদুল্লাপুর উপজেলা আ’লীগের সভাপতি ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনেও জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদিকে বিপুল ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হন তিনি। ডা. মো. ইউনুস আলী সরকার ১৯৫৩ সালের ১৫ই জুন জন্মগ্রহন করেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম এলাকায়। পেশায় চিকিৎসক ডা. ইউনুস আলী ঢাকার মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে এনেসথিওলজিল্ট হিসেবে খন্ডকালীন কর্মরত ছিলেন।
এদিকে, মরহুম ইউনুস আলী সরকারের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য ফজলে রাব্বি মিয়া, জাতীয় সংসদের হুইপ, গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সৈয়দ শামস্-উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।