সোমবার ● ৩০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে হিজড়া জনগোষ্ঠীর মধ্যে পুলিশের কম্বল বিতরণ
ঝিনাইদহে হিজড়া জনগোষ্ঠীর মধ্যে পুলিশের কম্বল বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে হিজড়া জনগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ করেছে পুলিশ। আজ সোমবার বিকালে জেলা পুলিশের আয়োজনে সদর থানা চত্বরে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমদাদুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) আবুল খায়ের। পরে ৫৫জন হিজড়াদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রতিকার চেয়ে সংবাদকর্মীদের দারস্থ হয়েছেন এলাকাবাসি
ঝিনাইদহ :: স্বামী স্কুলের সভাপতি আর স্ত্রী প্রধান শিক্ষক। এই দুজন মিলেই চালিয়ে যাচ্ছেন স্কুলের যাবতীয় নিয়োগ বানিজ্য। স্কুলের করণীক নিয়োগে ২ লাখ ৭৫ হাজার টাকার নিয়োগ বানিজ্য করার পর এবার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে ১১ লাখ টাকার মিশন নিয়ে মাঠে নেমেছেন তারা। ইতিমধ্যে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে পড়েছে। ইচ্ছুক প্রার্থীরা প্রতিকার চেয়ে সংবাদকর্মীদের দারস্থ হয়েছেন। এক লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা মহিউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১৪ নভেম্বর আবেদনের শেষ তারিখ ছিল। এলাকার অনেক বেকার যুবক শর্ত পুরণ করে আবেদন করেন। কিন্তু প্রধান শিক্ষক সামছুন নাহার ও সভাপতি আলাউদ্দীন স্বামী স্ত্রী সম্পর্ক হওয়ায় তারা পরস্পরের যোগসাজসে একই স্কুলের শিক্ষক কে এম মশিউর রহমানকে নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যে পদের দাম হাকানো হয়েছে ১১ লাখ টাকা। সেই কথোপকথনের অডিও এখন মানুষের হাতে হাতে। প্রধান শিক্ষক বলেছেন কে এম মশিউর রহমানকে নিয়োগ দেওয়া হবে। এর আগে করণীক নিয়োগে বানিজ্য করা হয়। পিতার নামে স্কুল হওয়ায় সভাপতি ও তার স্ত্রী সেচ্ছাচারিতার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ। এলাকাবাসির অভিযোগ স্কুলে নিয়োগ বানিজ্য হলে গ্রামবাসি তা প্রতিহত করবে। স্কুলে তালা ঝুলিয়ে দিবে। স্কুলে বিশৃংখলা পরিবেশের সৃষ্টি হবে। এ বিষয়ে স্কুলের সভাপতি আলাউদ্দীন ও প্রধান শিক্ষক সামছুন নাহারের বক্তব্য নিতে সোমবার রাতে ফোন করা হলে তাদের দুজনার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ছেলেকে ধরতে না পেরে বাবার হাত বিচ্ছিন্ন করে দিলো দূর্বৃত্তরা
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ছেলেকে ধরতে না পেরে বাবার হাত কেটে দিলো দূর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার ফলসী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার রাত ১২টার দিকে ওই গ্রামের কৃষক মখলেচ উদ্দিন (৫০) এর ছেলে আকুলকে ধরতে ১০/১২ জন মুখোশধারী দূর্বৃত্ত তার বাড়ীতে হানা দেয়। এসময় তার ছেলে আকুলকে ঘর থেকে বের করতে না পেরে ঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা বাবা মখলেচ উদ্দিনকে ধরে নিয়ে যায় দূর্বৃত্তরা। পরে ওই গ্রামের কৈখালীর মাঠে ক্যানেলের উপর কুপিয়ে তার দেহ থেকে ডান হাত কেটে বিছিন্ন করে ফেলে রেখে যায়। আহতের ভাই এলেম জানান, গতকাল রবিবার রাত ১২টার পরে ভাতিজা আকুলের বউয়ের ফোন পেয়ে সেখানে গিয়ে জানতে পারি বড় ভাই মখলেচকে দূর্বৃত্তরা ধরে নিয়ে গেছে। পরে রাত ২টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মাঠের ক্যানেলের উপর থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় তার শরীর থেকে ডান হাত সম্পূর্ন বিচ্ছিন্ন করে মাঠের মধ্যে ফেলে রেখেছিলো বলে তিনি জানান। স্থানীয়দের সহযোগিতায় তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঝিনাইদহের সার্কেল এসপি (শৈলকুপা-হরিণাকুন্ডু সার্কেল) আরিফুল ইসলাম জানান, দূর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে। এঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনা হবে।
পুলিশী বাঁধায় বিএনপি’র প্রতিবাদ কর্মসুচি পন্ড
ঝিনাইদহ :: পুলিশের বাধার মুখে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত গণতন্ত্র হত্যা দিবস পালনের কর্মসুচি পন্ড হয়ে গেছে। আজ সোমবার দুপুরে প্রতিবাদ সমাবেশে শুরু হওয়ার প্রক্কালে এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে পুলিশ এসে সমাবেশ পন্ড করে দেয়। পুলিশের বাধা পেয়ে বিএনপি নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে মধ্যে আলোচনা শুরু করলে সেখানেও পুলিশ ঢুকে বাধা দিয়ে সমাবেশ বন্ধ করে দেয়। কর্মসূচিতে ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা এ্যাডঃ এস এম মশিয়ূর রহমান, ঝিনাইদহ জেলা বি এন পির সদস্য সচিব এ্যাডঃ এম এ মজিদ, বিএনপি নেতা মোঃ আক্তারুজ্জামান, মোঃ জাহিদুজ্জামান মনা, এ্যাডঃ মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস (ছোট মজিদ), মোঃ আশরাফুল ইসলাম পিন্টু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে কালীগঞ্জ উপজেলা শাখা ও পৌর বিএনপির উদ্যোগে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। কালীগঞ্জ হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আতিয়ার রহমানের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, আনোয়ারুল ইসলাম রবি, আব্দুল মান্নান মনা, আব্দুল ওয়াহেদ, আশরাফ আলী প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেসে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা ৩০ ডিসেম্বরের রাতকে কালো রাত আখ্যায়িত করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন।
ক্রিকেট খেলা খেলতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্রিকেট খেলা খেলতে গিয়ে তিতাস হোসেন (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার শালকুপা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। তিতাস হোসেন উপজেলার সাফদারপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের শুবরাত আলীর ছেলে। স্থানীয়সূত্রে জানা যায়, রবিবার বিকালে তিতাস বন্ধুদের সাথে ক্রিকেট খেলা খেলতে পার্শ্ববর্তী শালকুপা গ্রামে যায়। এসময় খেলার মাঠে বল করতে গিয়ে তিতাস হঠাৎ মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কোটচাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন। পরিবারের দাবি তিতাসের হৃদরোগের সমস্য ছিল।